প্রশ্ন: দ্বিপদ গমন কাকে বলে? মানুষের দ্বিপদ পদ্ধতি সংক্ষেপে লেখাে।
উত্তর:
দ্বিপদ গমন : মানুষ দুটি পায়ের সাহায্যে গমন করে তাই একে দ্বিপদ গমন বলে।
দ্বিপদ গমনে সাহায্যকারী অঙ্গ : দুটি পা, দুটি হাত, অস্থি, অস্থিসন্ধি ও অস্থিপেশী দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘুমস্তিস্ক এবং অন্তর্কন।
পদ্ধতি : হাটার সময় প্রথমে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশীর সংকোচনে গােড়ালি মাটি ছেড়ে উপরে উঠে। এরপর এক্সটেনসর ডিজিটেরিয়াম পেশির সংকোচনে পায়ের সামনের অংশ মাটি ছেড়ে উপরে উঠে। পরক্ষণে সাইসেপসফিমােরিস পেশির সংকোচনে পা মাটি থেকে উপরে উঠে আসে এবং সামনের দিকে এগিয়ে যায়। এই প্রক্রিয়া একবার ডান পা ও একবার বাম পায়ে চলতে থাকে ফলে মানুষ সামনের দিকে হেঁটে এগিয়ে যায়। গমনের সময় হাত দুটি পর্যায়ক্রমে সামনে ও পিছনে আন্দোলন হয়। বাম পা-এর সঙ্গে ডান হাত এবং ডান পা-এর সঙ্গে বাম হাত অগ্রসর হয়। ফলে ডাটার সময় দেহের ভারসাম্য বজায় থাকে। দৌড়ানাের সময় সমগ্র প্রক্রিয়াটি খুব দ্রুতগতিতে সম্পন্ন হয়।
দেহের ভারসাম্য রক্ষা : হাটার সময় লঘুমস্তিস্ক এবং অন্তর্কনে অবস্থিত অর্ধচন্দ্রাকার নালি (3টি) অটোলিথ সমগ্র বা ভেস্টি বিউল দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Good..
Thank u very much bro
Thank you Google
Just awesome 😎😎👍👍👍
Thank you google
Khub vlo
Nice
Very nice
Thanks