দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography নদীর ক্ষয়জাত তিনটি ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও

নদীর ক্ষয়জাত তিনটি ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও

নদীর ক্ষয়জাত তিনটি ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও

উত্তর: পার্বত্য অঞ্চলে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এই ক্ষয়ের ফলে গঠিত ভূমি রূপগুলি হল— 1) গিরিখাত, 2) ক্যানিয়ন, 3) জলপ্রপাত, 4) মন্থকূপ, 5) প্রপাতকূপ, 6) শৃঙ্খলিত, 7) শৈলশিরা। নিম্নে তিনটি ভূমিরূপ নিয়ে আলােচনা করা হল- 

1. গিরিখাত: পার্বত্য প্রবাহে নদীর নিম্নক্ষয়ের দরুন উপত্যকা খুব গভীর হয়। তখন তাকে বলে গিরিখাত।

বৈশিষ্ট্য: (i) বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে দেখা যায়। 

(ii) ‘V’ আকৃতি দেখতে হয়ে থাকে। 

(iii) পার্শ্বঅংশ কম খাড়া হয়। 

(iv) নিম্নক্ষয় পার্শ্বক্ষয় অপেক্ষা বেশি করে। 

উদাহরন: চিনের ইয়াং সিকিয়াং নদীর ইচাং গিরিখাত।

চিত্র: গিরিখাত

2. ক্যানিয়ন: শুষ্ক অঞ্চলের সুগভীর গিরিখাতকে বলে ক্যানিয়ন।

বৈশিষ্ট্য: (i) শুষ্ক মরুপ্রায় অঞ্চলে দেখা যায়। 

(ii) ‘I’ আকৃতির দেখতে হয়ে থাকে। 

(iii) পার্শ্বদেশের ঢাল বেশি খাড়া হয়। 

(iv) নিম্নক্ষয় কম করে। 

উদাহরন: কলােরাডাে নদীর গ্র্যান্ড ক্যানিয়ন।

চিত্র: ক্যানিয়ন

3. জলপ্রপাত: নদীর গতিপথের ঢাল যদি হঠাৎ খাড়াভাবে নেমে যায় তবে তার জলরাশি সরাসরি উপর থেকে নীচে পড়ে। একে জলপ্রপাত বলে।

(i) র‍্যাপিডস: জলপ্রপাতের ঢাল কম হলে তাকে র‍্যাপিডস বলে।

(ii) ক্যাসকেড: জলপ্রপাত যখন ধাপে নীচে নেমে যায়, তাকে বলে ক্যাসকেড।

(iii) ক্যাটারাক্ট: জলপ্রপাত যখন ফুলেফেঁপে প্রবল জলরাশি নিয়ে অতল গহ্বরে ঝাপিয়ে পড়ে তাকে বলে ক্যাটারাক্ট।

চিত্র: জলপ্রপাত

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!