নিরক্ষরেখায় অবস্থিত হওয়া সত্ত্বেও সাউথ কিলিমাঞ্জারােতে বরফ জমে কেন? ইকুয়েডরের রাজধানী কুইটোকে চিরবসন্তের দেশ’ বলে কেন? Class 10 | Geography | 3 Marks
উত্তর:পূর্ব আফ্রিকার কিলিমাঞ্জারাে পর্বত শৃঙ্গটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5895 মিটার বা 5.89 কিমি উচ্চতায় এবং কুইটো শহরটি প্রায় 2850মিটার বা, 2.85 কিমি ওপরে অবস্থিত। আমরা জানি, প্রতি 1000 মিটার বা ৷ কিমি উচ্চতা বাড়ার সাথে সাথে প্রায় 6.4° সেলসিয়াস হারে তাপমাত্রা কমতে থাকে এবং নিরক্ষীয় অঞ্চলে গড় বার্ষিক তাপমাত্রা 27 °সে। সুতরাং,
[1] কিলিমাঞ্জারাে পর্বতে 27 °সে – (6.4 X 5.89) = -10.44°সে বা হিমাঙ্কের নীচে তাপমাত্রা থাকে। সেইজন্য কিলিমাঞ্জারাে পর্বতশৃঙ্গ সবসময় বরফে ঢাকা থাকে। আবার,
[2] কুইটো শহরে 27 °সে – (6.4 x 2.85) = 8.৪ °সে তাপমাত্রা থাকে, অর্থাৎ সারাবছর ধরে এখানে মৃদু শীতল আবহাওয়া বিরাজ করে বলে একে চিরবসন্তের দেশ বলা হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Khub sundor