নীচের উপপাদ্য দুটি প্রমাণ করাে:
(a) A বচন কেবল প্রথম সংস্থানেই সিদ্ধান্ত হিসেবে গণ্য হতে পারে।
(b) কোনাে ন্যায় অনুমানের সিদ্ধান্তটি যদি সামান্য বচন হয়, তাহলে হেতুপদটি যুক্তিবাক্য দুটিতে মাত্র একবারই ব্যাপ্য হবে। Class 12 | Philosophy ( নিরপেক্ষ ন্যায় ) ৮ Marks
উত্তর:-
[a] কোনাে শুদ্ধ ন্যায় অনুমানে যদি A বচন সিদ্ধান্তরূপে গণ্য হয়, তাহলে। সেক্ষেত্রে যুক্তিবাক্য দুটি অবশ্যই A বচনরূপে গণ্য হবে। কারণ, আমরা জানি যে, যুক্তিবাক্য দুটির মধ্যে একটি যদি বিশেষ বচন হত, তাহলে সিদ্ধান্তটিও বিশেষ বচনরূপে গণ্য হত। আবার যুক্তিবাক্য দুটি নঞর্থকও হতে পারে না, কারণ তা যদি হত, তাহলে সিদ্ধান্তটি নঞর্থক হত। সুতরাং, যুক্তিবাক্য দুটি যেহেতু নঞর্থক বা বিশেষ কোনােটিই নয়, সেজন্য তা সামান্য সদর্থক তথা A বচন হতে বাধ্য। আবার, সিদ্ধান্তটি যদি সামান্য সদথক তথা A বচন হয়, তাহলে তার উদ্দেশ্য তথা পক্ষপদ ব্যাপ্য হবে। এক্ষেত্রে যাতে অবৈধ পক্ষ দোষের। উছর না ঘটে, তার জন্য অপ্রধান যুক্তিবাক্যের A বচনের উদ্দেশ্য পদই পক্ষগদ হবে। ফলে অপ্রধান যুক্তিবাক্যে হেতুপদটি ব্যাপ্য হবে না। অথচ হেতুপদকে অবশ্যই একবার ব্যপ্যি হতে হবে। তার জন্য প্রধান যুক্তিবাক্যে A বচনের উদ্দেশ্য পদকেই হেতুপদ হতে হবে। তাহলে হেতুপদটি সেক্ষেত্রে ব্যাপ্য হয়ে অব্যাপ্য হেতু দোষ পরিহার করতে সমর্থ হবে। এমন যদি ঘটে, তাহলে সংস্থানটি অবশ্যই প্রথম সংস্থান হিসেবে গণ্য হবে। সুতরাং প্রমাণিত হল যে, A বচন যদি সিদ্ধান্ত হয়, তাহলে যুক্তিটি প্রথম সংস্থানে অবস্থান করবে।
[b] কোনাে ন্যায় অনুমানের সিদ্ধান্তটি সামান্য বচন হলে, তাহলে তা হয় A বচন নয়তাে E বচন হবে| সিদ্ধান্তটি যদি A বচন হয়, তাহলে যুক্তিবাক্য দুটিও A বচন হবে। যুক্তিবাক্য দুটি A বচন হলে মাত্র দুটি পদ সেক্ষেত্রে ব্যাপ্য হবে, তৃতীয়টি ব্যাপ্য হবে না। সিদ্ধান্তটি A বচন রূপে পরিগণিত হলে, পক্ষপদটি ব্যাপ্য হবে| এক্ষেত্রে অবৈধ পক্ষ দোষকে এড়িয়ে চলার জন্য যুক্তিবাক্য দুটির মধ্যে অপ্রধান যুক্তিবাক্যের পক্ষপদকে ব্যাপ্য হতে হবে। সুতরাং সেক্ষেত্রে হেতুপদটি একবারই ব্যাপ্য হবে। অপরদিকে, সিদ্ধান্তটি যদি E বচনরূপে গণ্য হয়, তাহলে সেক্ষেত্রে সাধপদ এবং পক্ষপদ উভয়কেই ব্যাপ্য হতে হবে এবং যুক্তিবাক্য। দুটির একটি A এবং একটি E বচন হবে। তাই যদি হয়, তাহলে দুটি যুক্তিবাক্যে মােট তিনটি পদ ব্যাপ্য হবে। এদের মধ্যে একটি সাধ্যপদ এবং আর-একটি পক্ষপদ হলে, সেক্ষেত্রে অবশিষ্ট পদটি হেতুপদ হবে। এবং তা একবারই ব্যাপ্য হবে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।