কোনাে ন্যায় অনুমানের অপ্রধান যুক্তিবাক্যটি যদি নঞর্থক হয়, তবে প্রধান যুক্তিবাক্যটি সামান্য হবে।

নীচের উপপাদ্য দুটি প্রমাণ করাে:
(a) কোনাে ন্যায় অনুমানের অপ্রধান যুক্তিবাক্যটি যদি নঞর্থক হয়, তবে প্রধান যুক্তিবাক্যটি সামান্য হবে।
(b) কোনাে ন্যায় অনুমানে হেতুপদটি যদি দু বার ব্যাপ্য হয়, তবে সিদ্ধান্তটি অবশ্যই বিশেষ হবে। Class 12 | Philosophy ( নিরপেক্ষ ন্যায় ) ৮ Marks

উত্তর:-

[a] কোনাে ন্যায় অনুমানের অপ্রধান যুক্তিবাক্যটি যদি নঞর্থক হয়, তাহলে প্রধান যুক্তিবাক্যটি সদর্থক এবং সিদ্ধান্তটি অবশ্যই নর্থক হবে। আর সিদ্ধান্তটি যদি নঞর্থক হয়, তাহলে তার বিধেয় পদ তথা সাধ্যপদটি ব্যাপ্য হবে। এই সাধ্যপদ আবার প্রধান যুক্তিবাক্যে অবস্থান করে। অবৈধ সাধ্য দোষ এড়িয়ে যাবার জন্য তাই। সাধ্যপদটিকে প্রধান যুক্তিবাক্যে ব্যাপ্য হতে হবে। এটা একমাত্র তখনই সম্ভব হবে, যদি প্রধান যুক্তিবাক্য সামান্য সদর্থক তথা A বচন হয় এবং সাধ্যপদটি উদ্দেশ্য স্থানে অবস্থান করে। সুতরাং প্রমাণ করা যায় যে, অপ্রধান যুক্তিবাক্যটি যদি নঞর্থক হয়, তবে প্রধান যুক্তিবাক্যটিও অবশ্যই সামান্য হবে। 

[b] ধরা যাক, সিদ্ধান্তটি বিশেষ না হলে, তা অবশ্যই সামান্য হবে। আর সিদ্ধান্তটি যদি সামান্য হয়, তাহলে তা A অথবা E বচন হবে। যদি সিদ্ধান্তটি A বচন রূপে গণ্য হয়, তাহলে দুটি যুক্তিবাক্যই A বচন হবে। সেক্ষেত্রে পক্ষপদটিব্যাপ্য হবে এবং অবৈধপক্ষদোষ এড়িয়ে যাবার জন্য পক্ষপদটিকে অপ্রধান যুক্তিবাক্যে A বচনের উদ্দেশ্য থানে অবস্থান করতে হবে। কিন্তু হেতুপদটি যেহেতু দুটি যুক্তিবাক্যেই ব্যাপ্য হবে, সেজন্য অবৈধ পক্ষ দোষকে এড়ানাে যাবে না। একে এড়াতে গেলে সিদ্ধান্তটিকে তাই বিশেষ সদর্থক তথা I বচন না হয়ে উপায় নেই। অপরদিকে, সিদ্ধান্তটি যদি E বচন হয়, তবে একটি যুক্তিবাক্য A এবং আর-একটি E বনরূপে পরিগণিত হবে। তা যদি হয়, তাহলে সিদ্ধান্তে সাধ্যগদ এবং পক্ষপদ উভয়ই ব্যাপ্য হবে। এক্ষেত্রে অবৈধ সাধ্য দোষ এবং অবৈধ পক্ষ দোষ এড়ানাের জন্য যুক্তিবাক্য দুটিতে উভয়কেই ব্যাপ্য হতে হবে। কিন্তু তা সম্ভব নয়, কারণ এক্ষেত্রে যুক্তিবাক্য দুটিতে মোট তিনটি পদ ব্যাপ্য হয়। এর মধ্যে হেতুপদটি যদি দুবার ব্যাপ্য হয়, তাহলে অবৈধ সাধ্য দোষ অথবা অবৈধ পক্ষ দোষ ঘটে। সুতরাং এক্ষেত্রে সিদ্ধান্তটিকে অবশ্যই বিশেষ বচন হতেই হবে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment