নীচের উপপাদ্য দুটি প্রমাণ করো:
(a) একটি বৈধ ন্যায় অনুমানে সাধ্যপদ যদি যুক্তিবাক্যের। বিধেয় হয়, তাহলে যুক্তিবাক্য অবশ্যই সদর্থক হবে।
(b) প্রথম সংস্থানে হেতুপদ দু-বার ব্যপ্যি হতে পারে না Class 12 | Philosophy ( নিরপেক্ষ ন্যায় ) ৮ Marks
উত্তর:-
[a] ধরা যাক, অপ্রধান যুক্তিবাক্যটি যদি সদর্থক না হয়, তবে তা নঞর্থক হবে। তাই যদি হয়, তাহলে প্রধান যুক্তিবাক্যটি অবশ্যই সদর্থক এবং সিদ্ধান্তটি অবশ্যই নঞর্থক বচনরূপে গণ্য হবে। সিদ্ধান্তটি নঞর্থক রূপে গণ্য হওয়ায়, তার বিধেয় তথা সাধ্যপদটি ব্যাপ্য হবে। আবার এক্ষেত্রে বলা হয়েছে যে, সাধ্যপদটি যুক্তিবাক্যের বিধেয়রূপে গণ্য হয়। কিন্তু প্রধান যুক্তিবাক্যটি যদি সদর্থক হয়, তবে সাধ্যপদটি সেক্ষেত্রে অব্যাপ্য হবে। ফলে, অবৈধ সাধ্য দোষের উদ্ভব ঘটবে। সুতরাং প্রমাণ করা যায় যে, কোনাে বৈধ ন্যায়ে সাধ্যপদটি যদি যুক্তিবাক্যের বিধেয়। হয়, তাহলে অপ্রধান যুক্তিবাক্য অবশ্যই নর্থক না হয়ে, সদর্থক হবে।
[b] প্রথম সংস্থানের রূপ:প্রথম সংস্থানে হেতুপদকে যদি দুবার ব্যাপ্য হতে হয়, তাহলে প্রধান যুক্তিবাক্য অবশ্যই সামান্য বচন এবং অপ্রধান যুক্তিবাক্য অবশ্যই নঞর্থক বচন হবে। যদি তাই হয়, তাহলে সিদ্ধান্তটি নঞর্থক হতে বাধ্য। আর সিদ্ধান্তটি নর্থক হলে, সাধ্যপদটি তথা বিধেয় পদটি ব্যাপ্য হবে। এই সাধ্যপদটি আবার প্রধান যুক্তিবাক্যের বিধেয় স্থানে অবস্থান করায়, তা ব্যাপ্য হবে না। ফলে, অবৈধ সাধ্য দোষের উদ্ভব ঘটবে। সুতরাং প্রমাণ করা যায় যে, প্রথম সংস্থানে হেতুপদ কখনােই দুবার ব্যাপ্য হতে পারে না। M
![](https://wbshiksha.com/wp-content/uploads/2022/07/ccc.png)
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।