কোনাে একটি বৈধ ন্যায়ে একটিমাত্র পদ ব্যাপ্য হলে সিদ্ধান্তটি কোন্ বচন হবে?

নীচের সম্পাদ্য দুটির সমাধান করাে।
(a) কোনাে একটি বৈধ ন্যায়ে একটিমাত্র পদ ব্যাপ্য হলে সিদ্ধান্তটি কোন্ বচন হবে?
(b) কোনাে একটি বৈধ ন্যায়ের যুক্তিবাক্যে একটি পদ যদি দু-বার ব্যাপ্য হয়, তাহলে তার পূর্ণাঙ্গ মুতি বা রুপটি কী হবে Class 12 | Philosophy ( নিরপেক্ষ ন্যায় ) ৮ Marks

উত্তর:-

[a] কোনাে একটি বৈধ ন্যায় অনুমানে একটি মাত্র পদ যদি ব্যাপ্য (distributed) হয়, তাহলে সেই পদটি অবশ্যই হবে হেতুপদ (middle term)। কারণ, আমরা ন্যায়ের নিয়ম অনুযায়ী জানি যে, হেতুপদকে অবশ্যই একবার ব্যাপ্য হতে হবে। সুতরাং যুক্তিবাক্য দুটির হেতুপদ ছাড়া আর কোনাে পশই ব্যাপ্য না হওয়ায়, সাধ্যিপদ (no term) এবং সম্পদ (minor term) উতই অৰ্যাপ্য হবে। এই সাধাপদ ও পক্ষপদকে আবার সিদ্ধান্তে অব্যাপ্য থাকতে হবে। এজন্য সিদ্ধান্তকে অবশ্যই বিশেষ সক তথা O বচন হতে হবে।

[b] যাক্তিবাক্য দুতিতে যদি কোনাে এক তপদ দূরব্যাপ্য হয়, তাহলে তা অবশ্যই হেতুষ্পদ হবে। কারণ, একমাত্র হেপদই যুক্তিবাক দৃতিতে দবার অবস্থান করে এই হেপদ ত ব যুক্তবাক্য দুতিতে দুবার ব্যাপ্য হয়, তাহলে সেক্ষেত্রে সাধাপদ এবং পক্ষপদ দুটি ব্যাপ্য হবে না। সুতরাং সিদ্ধান্ডেও এই সাধ্য ও পক্ষপকে অব্যাপ থাকতে হবে। একমাত্র সিদ্ধান্তটি যদি | বল হয় তবে তা সম্ভব হবে।

সুতরাং, নয়ের পূর্ণাঙ্গ রূপটি হবে—

সকল M হয় P (A).

সকল M হয় S (A)

 :. কোনাে কোনাে SP )।

ন্যায়ের তৃতীয়  সংস্থানের এই শুদ্ধ মূর্তিটির নাম হল DARAPTI

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!