কোনাে বৈধ ন্যায়ে প্রধান যুক্তিবাক্যটি যদি O বচন হয়, তাহলে ন্যায়ের রুপটি কী হবে?

নীচের সম্পাদ্য দুটির সমাধান করাে।
(a) কোনাে বৈধ ন্যায়ে প্রধান যুক্তিবাক্যটি যদি O বচন হয়, তাহলে ন্যায়ের রুপটি কী হবে?
(b) কোনাে বৈধ ন্যায় অনুমানে সিদ্ধান্তটি যদি A বচন হয়, তাহলে তার পূর্ণাঙ্গ রূপটি নির্ণয় করাে। Class 12 | Philosophy ( নিরপেক্ষ ন্যায় ) ৮ Marks

উত্তর:-

[a] কোনাে বৈধ ন্যায় অনুমানে প্রধান যুক্তিবাক্যটি যদি 0 বচন হয়, তাহলে নিয়ম অনুযায়ী সিদ্ধান্তটিও 0 বচন হবে। এক্ষেত্রে অপ্রধান যুক্তিবাক্যটি হবে A বচন। সুতরাং, ন্যায়ের রূপটি হবে 0AO | এই OAO দ্বারা প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ সংস্থানে কোনাে মূর্তি পাওয়া যায় না। একমাত্র তৃতীয় সংস্থানেই একটি বৈধ মূর্তি পাওয়া যায়। তৃতীয় সংস্থানে ন্যায়ের বৈধ রূপটি হল ।

কোনাে কোনাে M নয় P (O)।

সকল M হয় S (A)

: কোনাে কোনাে S নয় P (I)

 তৃতীয় সংস্থানের 0A0 দ্বারা গঠিত বৈধ মূর্তিটির নাম হল

BOCARDOT 

[b] কোনাে বৈধ ন্যায় অনুমানে সিদ্ধান্তটি যদি A বচন হয়, তাহলে প্রধান

এবং অপ্রধান যুক্তিবাক্য দুটিও অবশ্যই A বচন হবে। সিদ্ধান্তটি যদি A বচন হয় তাহলে তার উদ্দেশ্য তথা পক্ষপদ ব্যাপ্য হবে। এই পক্ষপদকে আবার অপ্রধান যুক্তিবাক্যে ব্যাপ্য হতে হবে এবং তার জন্য A বচনের উদ্দেশ্য স্থানে অবস্থান করতে হবে। আবার হেতুপদটিকে একবার ব্যাপ্য করার জন্য তাকে প্রধান যুক্তিবাক্যের A বচনের বিধেয় স্থানে অবস্থান করতে হবে। তাহলে ন্যায় অনুমানের পূর্ণরূপটি হবে—

সকল M হয় P (A)।

সকল S হয় M (A)।

 .’. সকল S হয় P (A)

প্রথম সংস্থানের এই শুদ্ধ মুর্তির নাম হল BARBARA।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!