প্রশ্ন: পরাগযােগের বাহক কী ? বিভিন্ন প্রকার বাহকের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও উদাহরণ দাও।
উত্তর:
পরাগযােগের বাহক :ইতর পরাগযােগে সাহায্যকারী ভৌত বা জৈব উপাদানকে বাহক বলে। এটি বিভিন্ন প্রকারের হয়। যথা –
প্রকারভেদ | বাহক | বৈশিষ্ট্য/সংজ্ঞা | উদাহরণ |
বায়ুপরাগী ফুল (অ্যানিমােফিলি) | বায়ু | যে ফুলে বায়ুর মাধ্যমে পরাগযােগ হয় তাকে বায়ুপরাগী ফুল বলে lবৈশিষ্ট্য :ফুল বর্ণহীন, গন্ধহীন হয়। পরাগরেণু হালকা, মসৃণ এবং ফুলে মকরন্দ থাকে না। | ধান, গম, ভুট্টা ইত্যাদি। |
জলপরাগী ফুল (হাইড্রোফিলি) | জল | জলেরমাধ্যমেফুলের পরাগযােগকে জলপরাগী ফুল বলে। বৈশিষ্ট্য : ফুল বর্ণহীন ও গন্ধহীন, পরাগরেণু ক্ষুদ্র ও হালকা হয়। | পাতাঝঝি। |
পতঙ্গপরাগী (এন্টোমােফিলি) | পতঙ্গ | পতঙ্গের মাধ্যমে পরাগযােগকে পতঙ্গপরাগী ফুল বলে। বৈশিষ্ট্য :ফুল উজ্জ্বল বর্ণযুক্ত, মিষ্টি গন্ধযুক্ত হয় এবং মকরন্দ উৎপন্ন করে। | আম, জবা, সুর্যমুখী ইত্যাদি। |
পক্ষীপরাগী (অরনিথােফিলি) | পক্ষী | পাখির মাধ্যমে পরাগযােগকে পক্ষীপরাগী ফুল বলে।বৈশিষ্ট্য :ফুল বড়াে হয় , মকরন্দযুক্ত হয় এবং উজ্জ্বল বর্ণের হয়। | শিমুল, পলাশ ইত্যাদি। |
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।