প্রশ্ন: পরাগযােগ কাকে বলে ? স্বপরাগযােগ ও ইতর পরাগযােগের সুবিধা ও অসুবিধা লেখাে।
উত্তর:
পরাগযােগ : যে প্রক্রিয়ায় ফুলের পরাগরেণু একই ফুলের বা একই গাছের অন্য ফুলে বা একই প্রজাতির অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তাকে পরাগযােগ (Pollination) বলে।
এটি দুই প্রকারের —
স্বপরাগযােগ : কোনাে ফুলের পরাগরেণু সেই ফুলে বা সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তর হলে তাকে স্বপরাগযােগ বলে।
সুবিধা :
1. বাহকের দরকার হয় না।
2. অপত্য জীবে নতুন বৈশিষ্ট্য উৎপন্ন হয় না, একই বৈশিষ্ট্য বজায় থাকে।
অসুবিধা : উন্নত প্রজাতি সৃষ্টির সম্ভাবনা থাকে না।
ইতর পরাগযােগ : কোনাে ফুলের পরাগরেণু একই প্রজাতির অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে তাকে ইতর পরাগযােগ বলে।
সুবিধা :
1. অপত্যে নতুন বৈশিষ্ট্য উৎপন্ন হয়।
2. অপত্যে রােগ প্রতিরােধ ক্ষমতা বেশি হয়।
অসুবিধা :
1. বাহকের উপর নির্ভরশীল বলে পরাগযােগ অনিশ্চিত হয়।
2. রেণুর অপচয় হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Dur
Thanks