দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Life Science পশ্চাৎমস্তিষ্কের প্রধান অংশগুলির অবস্থান ও কাজ লেখাে।

পশ্চাৎমস্তিষ্কের প্রধান অংশগুলির অবস্থান ও কাজ লেখাে।

প্রশ্ন: পশ্চাৎমস্তিষ্কের প্রধান অংশগুলির অবস্থান ও কাজ লেখাে।

উত্তর: 

পশ্চাৎমস্তিষ্কের প্রধান অংশগুলির নাম, অবস্থান ও কাজ :

প্রধান অংশঅবস্থানকাজ
লঘুমস্তিস্ক (Cerebellum)পনস ও সুষুম্নশীর্ষকের সংযােগস্থলে অবস্থিত১ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। ২. দেহে পেশীর টান নিয়ন্ত্রণ করে।
পনস (Pons) বা যােজকসুষুম্নশীর্ষকের উপরে অবস্থিতএটি চোয়াল ও অক্ষিগােলকের সঞ্চালন, লালাক্ষরণ, মূত্রত্যাগ, শ্বসন ইত্যাদি নিয়ন্ত্রণ করে
সুষুম্নশীর্ষক বা মেডালা অবলাংগাটাপনস ও সুষুম্নকাণ্ডের মাঝে অবস্থিত হৃদস্পন্দন, শ্বাসক্রিয়া, খাদ্যগ্রহণ ঘাম নিঃসরণ ইত্যাদির নিয়ন্ত্রণ কেন্দ্র হিসাবে কাজ করে।

Read Also

স্নায়ুতন্ত্রের সংজ্ঞা দাও। স্নায়ুতন্ত্রের কাজ লেখাে।

একটি আদর্শ নিউরােনের গঠন বর্ণনা করাে।

কার্য অনুযায়ী বিভিন্নপ্রকার স্নায়ুর শ্রেণিবিভাগ করাে। প্রত্যেক প্রকারের সংজ্ঞা ও উদাহরণ দাও।

অগ্রমস্তিষ্কের প্রধান অংশগুলির অবস্থান ও কাজ লেখাে।

পশ্চাৎমস্তিষ্কের প্রধান অংশগুলির অবস্থান ও কাজ লেখাে।

জ্ঞানেন্দ্রিয় হিসাবে জিহ্বা, নাসিকা ও ত্বকের ভূমিকা আলােচনা করাে।

গমন কী ? গমনের চালিকাশক্তিগুলি সংক্ষেপে আলােচনা করাে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment