দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়ের সীমানা পরিবর্তনের প্রভাব কী?

পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়ের সীমানা পরিবর্তনের প্রভাব কী?

বায়ুচাপ বলয় বলতে কী বােঝ? বায়ুমণ্ডলে কী কী বায়ুচাপ বলয় আছে? Class 10 | Geography | 3 Marks

উত্তর:পৃথিবীর বায়ুচাপ বলয়ের সীমানা পরিবর্তনের প্রভাব: সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সাথে বায়ুচাপ বলয়গুলির সীমাও 5°-10° উত্তরে বা দক্ষিণে সরে যায়। এই ঘটনাকে বায়ুচাপ বলয়ের সীমানা পরিবর্তন বলে। এর ফলে ঘটিত নানা ঘটনাগুলি হল— 

১) উৎসস্থল ও প্রবাহপথের পরিবর্তন: বায়ুচাপ বলয়ের সীমানা পরিবর্তিত হলে নিয়ত বায়ুপ্রবাহেরও উৎসস্থল এবং প্রবাহপথের কিছুটা পরিবর্তন ঘটে।

২) মৌসুমি বায়ুর উৎপত্তি: সূর্যের উত্তরায়ণের সময় নিরক্ষীয় নিম্নচাপ বলয় 5°- 8° উত্তর অক্ষরেখায় সরে যায় বলে তার আকর্ষণে দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু নিরক্ষরেখা অতিক্রম করে। এর ফলে একটি নতুন বায়ু সৃষ্টি হয়, যার নাম দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আর এই বায়ুটির প্রভাবেই ভারত-সহ দক্ষিণ এশিয়ায় বর্ষাকালের আবির্ভাব ঘটে। 

3) বৃষ্টি বলয়ের স্থানান্তর: বায়ুচাপ বলয়ের সাথে বৃষ্টি বলয়গুলিও স্থান পরিবর্তন করে। যেমন—সূর্যের উত্তরায়ণের সময় আয়ন বায়ু উত্তরে সরে গেলে সাভানা অঞ্চলে বৃষ্টিপাত হয়। 

৪) শীতকাল ও গ্রীষ্মকালে পরিবর্তন: স্থায়ী বায়ুচাপ বলয়গুলির স্থান পরিবর্তনের জন্যে উভয় গােলার্ধে 30°- 40° অক্ষাংশ পর্যন্ত স্থানসমূহ শীতকালে আদ্র পশ্চিমা বায়ু এবং গ্রীষ্মকালে শুষ্ক আয়ন বায়ুর প্রভাবে আসে। যেমন শীতকাল আর্দ্র পশ্চিমা বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাত হয়, কিন্তু গ্রীষ্মকাল শুষ্ক থাকে। সুতরাং চাপবলয়গুলির ঋতুকালীন সীমানা পরিবর্তনের জন্য পৃথিবীর বিভিন্ন অংশে আবহাওয়া ও জলবায়ুর কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!