প্রশ্ন: প্রতিবর্তচাপ কাকে বলে (Reflex Actionare)? প্রতিবর্তচাপের বিভিন্ন। অংশগুলি সংক্ষেপে আলােচনা করাে।
উত্তর:
প্রতিবর্ত চাপ : যে পথে প্রতিবর্ত ক্রিয়া সম্পন্ন হয়, সেই পথকে অর্থাৎ প্রবিবর্ত ক্রিয়ার পথকে প্রতিবর্ত চাপ বলে।
প্রতিবর্ত চাপের বিভিন্ন অংশ :
1. গ্রাহক (Receptor) : গ্রাহক অঙ্গগুলি পরিবেশের এবং দেহের অভ্যন্তরের উদ্দীপনা গ্রহণ করে স্নায়ুকেন্দ্রে প্রেরণ করে।
2. সংজ্ঞাবহ নিউরােন (Sensory Neurone) : গ্রাহক থেকে উদ্দীপনা স্নায়ুকেন্দ্রে প্রেরণ করে।
3. স্নায়ুকেন্দ্র (Nerve Centre) : মস্তিস্ক ও সুষুম্নাকাণ্ড স্নায়ুকেন্দ্র হিসাবে কাজ করে উদ্দীপনার বিশ্লেষনে সাহায্য করে।
4. আজ্ঞাবহ নিউরােন (Notor Newrone) : উদ্দীপনা স্নায়ুকেন্দ্র অর্থাৎ মস্তিস্ক এবং সুষুম্নাকাণ্ড থেকে বহন করে কারকে নিয়ে যায়।
5. কারক (Effector) : জীবদেহের যে অঙ্গগুলি উদ্দীপনায় সাড়া প্রদান করে তাদের কারক বলে।
উদাহরণ : পেশী বা গ্রন্থি কারক হিসাবে কাজ করে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।