প্রবহমান জলধারা কীভাবে ভূমিক্ষয় করে Class 10 | Geography | 3 Marks
প্রবাহমান জলধারার মাধ্যমে ভূমিক্ষয়: প্রবহমান জলধারা ভূমিক্ষয়ের মূল কারণ। প্রবহমান জলধারা নানাভাবে মাটিকে ক্ষয় করে—
1. স্তর ক্ষয় : একটানা ভারী বৃষ্টি চলার সময় বৃষ্টির জলের সঙ্গে স্তরে স্তরে মাটির অপসারণকে মৃত্তিকার স্তর ক্ষয় বলে।
2. নালী ক্ষয় : ঢালযুক্ত অঞ্চলে বৃষ্টির জলধারা মাটিতে সরু, লম্বা, অগভীর গর্ত বা নালী সৃষ্টি করে প্রবাহিত হওয়ার সময় প্রচুর পরিমাণে আলগা মৃত্তিকা ধুয়ে নিয়ে যায়। এই জাতীয় মৃত্তিকা ক্ষয়কে নালী ক্ষয় বলে।
3. খাত ক্ষয় : নালী ক্ষয় দীর্ঘদিন ধরে চলতে থাকলে নালীগুলি চওড়া। ও গভীর হয় অর্থাৎ নালীগুলির আকার বৃদ্ধি পেয়ে আরও বেশি মৃত্তিকা ধুয়ে নিয়ে যায়। এইপ্রকার মৃত্তিকা ক্ষয়কে খাত ক্ষয় বা গালি ক্ষয় বলে।
4. রাভাইন ক্ষয় : যেসব ক্ষুদ্র ক্ষুদ্র খাতের পার্শ্বদেশ বা পাড় খুব খাড়া, দের রাভাইন বলে। মেদিনীপুরের গড়বেতার কাছে গনগনি এলে এরকম র্যাভাইনের মাধ্যমে বিপুল পরিমাণে মৃত্তিকা ক্ষয দেখা যায়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।