প্রমাণ করাে যে দুটি যুক্তিবাক্য বিশেষ হলে তা থেকে কোনাে সিদ্ধান্ত পাওয়া যায় না।

প্রমাণ করাে যে দুটি যুক্তিবাক্য বিশেষ হলে তা থেকে কোনাে সিদ্ধান্ত পাওয়া যায় না Class 12 | Philosophy ( নিরপেক্ষ ন্যায় ) ৮ Marks

উত্তর:-

প্রমাণ দুটি যুক্তিবাক্য বিশেষ হলে তা থেকে কোনাে সিদ্ধান্ত পাওয়া যায় না

ধরা যাক, একটি নিরপেক্ষ ন্যায়ের দুটি যুক্তিবাক্যই হল বিশেষ। কোনাে ন্যায় অনুমানের দুটি যুক্তিবাক্যই বিশেষ হলে প্রধান যুক্তিবাক্যটি যেমন বিশেষ বচনরুপে গণ্য, তেমনি অপ্রধান যুক্তিবাক্যটিও বিশেষ বচনরুপে গণ্য হবে| বিশেষ বচন বলতে আমরা (I) অথবা (0) বচনকেই বুঝে থাকি। আর প্রধান যুক্তিবাক্য এবং অপ্রধান যুক্তিবাক্য—উভয়েই যদি বিশেষ বচন হয়, তাহলে সেক্ষেত্রে সম্ভাব্য জোড়গুলি হল: (i) II, (ii) I0, (iii) 0I এবং (iv) 00 নামক চারটি জোড়। এখন এই চারটি সম্ভাব্য জোড়কে পরীক্ষা করে দেখা যাক যে, এগুলি থেকে কোনাে বৈধ সিদ্ধান্ত নিষ্কাশিত হতে পারে। কি না। 

(i) নং জোড় তথা II জোড়ের পরীক্ষা : II — এই সম্ভাব্য জোড় থেকে সিদ্ধান্তটিকে ন্যায়ের নিয়ম অনুযায়ী I বচনরুপে গণ্য করতে হয়। এর ফলে দেখা যায় যে, সেক্ষেত্রে অব্যাপ্য হেতু দোষের উদ্ভব ঘটে। কারণ, I বচন কোনাে পদকেই ব্যাপ্য করে না। অথচ ন্যায় অনুমানের নিয়ম অনুযায়ী হেতুপদকে অবশ্যই একবার না একবার ব্যাপ্য হতেই হয়। সুতরাং সিদ্ধান্ত করা যায় যে, II এই সম্ভাব্য জোড় থেকে কোনাে বৈধ মূর্তি পাওয়া সম্ভব নয়।

 (ii) নং জোড় তথা IQ জোড়ের পরীক্ষা: IO – এই সম্ভাব্য জোড় থেকে ন্যায়ের নিয়ম অনুযায়ী সিদ্ধান্তটিকে 0 বচন হতে হয়। এর ফলে দেখা যায় যে, সেক্ষেত্রে অবৈধ সাধ্য দোষের উদ্ভব হয়। কারণ, সিদ্ধান্ত 0 বচন হওয়ায়। তার বিধেয় পদটি ব্যাপ্য হয়। আর সিদ্ধান্তের এই বিধেয় পদটিই হল। সাধ্যপদ | সুতরাং সাধ্যপদটি সিদ্ধান্তে ব্যাপ্য হওয়া সত্ত্বেও প্রধান যুক্তিবাক্যে তা ব্যাপ্য হতে পারে না। কারণ, প্রধান যুক্তিবাক্যটি 1 বচন হওয়ায় কোনাে পদকেই ব্যাপ্য করে না | সুতরাং সিদ্ধান্ত করা যায় যে, IO এই সম্ভাব্য জোড় থেকে কোনাে বৈধ সিদ্ধান্ত পাওয়া সম্ভব নয়।

(iii) নং জোড় তথা OI  জোড়ের পরীক্ষা : OI —এই সম্ভাব্য জোড় থেকে। ন্যায়ের নিয়ম অনুযায়ী সিদ্ধান্তটিকে 0 বচন হতে হয়। এর ফলে দেখা যায় যে, সেক্ষেত্রে দুটি দোষের সম্ভাবনা দেখা দেয়। এই দুটি সম্ভাব্য দোষের একটি হল অবৈধ সাধ্য দোষ এবং অপরটি হল অব্যাপ্য হেতু দোষ৷ যুক্তিটিকে অব্যাপ্য হেতু দোষের হাত থেকে রক্ষা করতে গেলে সেক্ষেত্রে অবৈধ সাধ্য। দোষের পথটি নিশ্চিত হয়ে ওঠে। অন্যদিকে, অবৈধ সাধ্য দোষকে পরিহার করতে গেলে, অব্যাপ্য হেতু দোষের পথটি প্রশস্ত হয়ে ওঠে। সুতরাং দাবি করা। যায় যে, এরূপ সম্ভাব্য জোড় থেকে কোনাে বৈধ সিদ্ধান্ত পাওয়া সম্ভব নয়। 

(iv) নং জোড় তথা 00 জোড়ের পরীক্ষা : এই সম্ভাব্য জোড়টি থেকে যে-কোনাে সিদ্ধান্ত পাওয়া সম্ভব নয়, তা নিরপেক্ষ ন্যায়ের পঞ্চম নিয়ম দ্বারা। প্রমাণিত। কারণ, ন্যায়ের পঞ্চম নিয়মে বলা হয়েছে যে, দুটি যুক্তিবাক্যই যদি নঞর্থক হয়, তাহলে তা থেকে কোনাে সিদ্ধান্ত পাওয়া যায় না। এরূপ ক্ষেত্রে যুক্তি বা অনুমানটি দুটি নঞর্থক যুক্তিবাক্যজনিত দোষে দুষ্ট। 

সিদ্ধান্ত: এই সমস্ত সম্ভাব্য জোড়গুলির পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় যে, দুটি যুক্তিবাক্যই যদি বিশেষ বচন হয়, তাহলে কোনাে বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় । অর্থাৎ, যুক্তিবাক্য দুটির একটি বিশেষ বচন হলে, অপরটি অবশ্যই সামান্য বচন হবে l

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment