প্রমাণ করে যে, দুটি যুক্তিবাক্যের একটি বিশেষ হলে সিদ্ধান্তটি অবশ্যই বিশেষ হবে। Class 12 | Philosophy ( নিরপেক্ষ ন্যায় ) ৮ Marks
উত্তর:-
গ্রমাণ — দুটি যুক্তিবাক্যের একটি বিশেষ হলে সিদ্ধান্তটি অবশ্যই বিশেষ নিরপেক্ষ ন্যায়ের নিয়মগুলির মধ্যে নবম নিয়মে দাবি করা হয়েছে যে, দুটি যুক্তিবাক্যের একটি যদি বিশেষ বচনরুপে গণ্য হয়, তাহলে সিদ্ধান্তটি অবশ্যই বিশেষ বচনরুপে গণ্য হবে। নিরপেক্ষ ন্যায়ের এই দাবি অনুযায়ী উল্লেখ করা যায় যে, একটি যুক্তিবাক্য বিশেষ হলে অপরটি অবশ্যই সামান্য বচন হবে। কারণ, অষ্টম নিয়মে দাবি করা হয়েছে যে, দুটি বিশেষ যুক্তিবাক্য থেকে কখনােই একটি বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। আর তাই যদি হয় তাহলে এরূপ দাবি করা সংগত যে, এরূপ পরিস্থিতিতে দুটি সম্ভাবনা দেখা। যেতে পারে। যথা
প্রথম সম্ভাবনা; প্রথম যুক্তিবাক্যটি বিশেষ আর অপ্রধান যুক্তিবাক্যটি সামান্য বচন।
দ্বিতীয় সম্ভাবনা: প্রধান যুক্তিবাক্যটি সামান্য আর অপ্রধান যুক্তিবাক্যটি বিশেষ বচন।
প্রথম সম্ভাবনা অনুযায়ী সম্ভাব্য জোড়: প্রধান যুক্তিবাক্যটি বিশেষ আর অপ্রধান যুক্তিবাক্যটি সামান্য হলে, সম্ভাব্য জোড়গুলি হল :IA, IE, OA এবং OE।
দ্বিতীয় সম্ভাবনা অনুযায়ী সম্ভাব্য জোড়: আবার, প্রধান যুক্তিবাক্যটি সামান্য আর অপ্রধান যুক্তিবাক্যটি বিশেষ হলে দ্বিতীয় সম্ভাবনা অনুযায়ী সম্ভাব্য জোড়গুলি হল : AI, EI, A0 এবং E0। সুতরাং দেখা যায় যে, প্রথম ও দ্বিতীয় সম্ভাবনা অনুযায়ী মােট সম্ভাব্য জোড় হল আটটি। এগুলি হল যথাক্রমে
(i) IA, (ii) IE, (iii) OA, (iv) OE (v) AI, (i) EI, (vii) A0, (viii) EO |
এখন এই সমস্ত জোড়গুলিকে পরীক্ষা করে দেখা যাক যে, এগুলি থেকে কী সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হতে পারে।
(i) IA এবং (v) AI নম্বর জোড়গুলিকে পরীক্ষা করলে দেখা যায় যে, দুটি ক্ষেত্রেই যুক্তিবাক্যে মাত্র একটি করে পদই ব্যাপ্য হতে পারে এবং বাকি দুটি পদ অব্যাপ্য থেকে যায়। এক্ষেত্রে এই অব্যাপ্য হেতু দোষকে পরিহার করার জন্য ওই ব্যাপ্যপদটিকে হেতুপদরূপে গণ্য করতে হয়। এর ফলে বাকি দুটি পদ তথা পক্ষ ও সাধ্যপদকে সিদ্ধান্তে যাতে ব্যাপ্য না হতে হয়, তার জন্য সিদ্ধান্তে এমন বচন হতে হয়—যা কোনাে পদকেই ব্যাপ্য করবে না। আর বিশেষ সদর্থক তথা (I) বচনই হল সেই বচন। সুতরাং সিদ্ধান্ত করা যায় যে, দুটি যুক্তিবাক্যের একটি বিশেষ বচন হলে সিদ্ধান্তটিও বিশেষ হতে বাধ্য।
(ii) নং তথা IEর আকার থেকে যদি সিন্ধান্ত প্রতিষ্ঠা করতে হয়। তাহলে তা (0) বচন হতে বাধ্য। আর সিদ্ধান্তটি যদি (O) বচন হয় তাহলে সেক্ষেত্রে অবৈধ সাধ্য দোষের সম্ভাবনা থেকেই যায়। এর ফলে মুক্তিটি অবৈধ হয়।।
(vi) নং জোড় অনুযায়ী অর্থাৎ EI অনুযায়ী সিদ্ধান্তটিকে (O) বচন করতে হয়। এর ফলে যুক্তিবাক্যে দুটি পদ ব্যাপ্য হতে পারে। এই দুটি ব্যাখ্যা পদের একটিকে হেতুপদ এবং আর একটিকে সাধ্যপদ রুপে গণ্য করতে
হবে। আর (0) বচন যেহেতু বিধেয়কে ব্যাপ্য করে সেহেতু সিদ্ধান্তে সাধ্যপদটিও ব্যাপ্য হবে। অর্থাৎ অবৈধ পক্ষ দোষের আর কোনাে সম্ভাবনাই থাকে না | এরুপ যুক্তিটি তাই বৈধরূপে গণ্য হয়। সুতরাং দাবি করা সংগত যে, একটি যুক্তিবাক্য বিশেষ হলে সিদ্ধান্তটিকেও বিশেষ বচন হতে হয়।
(iii) নং এবং (vii) নং জোড় অনুযায়ী অর্থাৎ 0A এবং A0–জোড। দটি অনযায়ী সিদ্ধান্ত দুটিকেও (0) বচন হতে হয়। এর ফলে প্রত্যেকটি জোডের যুক্তিবাক্য দুটিতে দুটি করে পদ ব্যাপ্য হয়| এই দুটি পদকে হেতুপদ ও সাধ্যপদ হতেই হয়। কারণ, তা না হলে অব্যাপ্য হেতু দোষের উদ্ভব ঘটে, অথবা অবৈধ সাধ্য দোষের উদ্ভব হয়| সিদ্ধান্তটি (0) বচন হলে তার বিধেয় পদটি ব্যাপ্য হয় আর সিদ্ধান্তের এই বিধেয় পদটিই হল সাধ্যপদ। এক্ষেত্রে তাই সিদ্ধান্তটি বিশেষ হলে যুক্তিটি বৈধরূপে গণ্য হয়।
(iv) নং এবং (viii) নং তথা OE এবং E0 জোড়গুলির ক্ষেত্রেও দেখা যায় যে, এগুলি থেকে কোনাে বৈধ সিদ্ধান্ত নিষ্কাষিত হতে পারে না। কারণ, এরূপ জোড় দুটি ন্যায় অনুমানের পঞম নিয়মের বিরােধী ন্যায়ের পঞ্চম নিয়ম অনুযায়ী দাবি করা হয় যে, দুটি যুক্তিবাক্য নঞর্থক হলে তা থেকে কোনাে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হতে পারে না।
সুতরাং, ওপরের পরীক্ষাগুলির পরিপ্রেক্ষিতে এরূপ সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, বৈধ ন্যায়ের ক্ষেত্রে দুটি যুক্তিবাক্যের একটি যদি বিশেষ বচন। হয়, তবে সিদ্ধান্তটিও বিশেষ বচন হবে ।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।