Class 10 Class 10 Geography ফন কী?

ফন কী?

ফন কী? Class 10 | Geography | 3 Marks

উত্তর:

উৎপত্তিস্থল ও প্রবাহপথ: ফন একধরনের উয় স্থানীয় বায়ু। ইউরােপের আল্পস পর্বতের অনুবাত ঢাল বেয়ে রাইন নদী উপত্যকার দিকে এই বায়ু প্রবাহিত হয়। 

1) ঊর্ধ্বগামী বায়ু: উষ্ণ-আর্দ্র বায়ু আল্পস পর্বতগাত্র অবলম্বন করে ক্রমশ ওপরে ওঠার সময় শীতল ও ঘনীভূত হয়, এর ফলে পর্বতের প্রতিবাত ঢাল অঙ্কুলে বৃষ্টি ও তুষারপাত হয়।

2) নিম্নগামী বায়ু: ওই বায়ু আল্পস পর্বত অতিক্রম করে যখন অনুবাত ঢাল বেয়ে ফন নামে নীচের সংকীর্ণ রাইন নদী উপত্যকায় নামতে থাকে, তখন সংকোচনের জন্য বায়ুর চাপ বেড়ে যায় বলে বায়ু ক্রমশ উষ্ণ এবং শুষ্ক হতে থাকে।

3) উপত্যকার উষ্ণতা বৃদ্ধি : ফন বায়ুর আগমনের ফলে সেখানে উপত্যকার উষ্ণতা কয়েক মিনিটের মধ্যে 14 °সে পর্যন্ত বেড়ে যায়। এর ফলে তুষার ও বরফ গলে যায় এবং অরণ্যে কখনাে কখনাে দাবানলের সৃষ্টি হয়। 

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment