ফ্লাজেলীয় গমন কাকে বলে ? ইউগ্লিনার গমন পদ্ধতি সংক্ষেপে আলােচনা করাে। 

প্রশ্ন: ফ্লাজেলীয় গমন কাকে বলে ? ইউগ্লিনার গমন পদ্ধতি সংক্ষেপে আলােচনা করাে। 

উত্তর: 

ফ্লাজেলীয় গমন : কোশের সাইটোপ্লাজম থেকে উৎপন্ন সিলিয়া অপেক্ষা মােটা ও দীর্ঘ যে সূক্ষ্ম তন্তুু আন্দোলনের মাধ্যমে বা সঞ্চানের মাধ্যমে প্রাণীর গমনে সাহায্য করে তাকে ফ্লাজেলা বলে। ফ্লাজেলার মাধ্যমে গমন পদ্ধতিকে ফ্লাজেলীয় গমন বলে।

ইউগ্লিনার গমন পদ্ধতি : ইউগ্লিনার গমন অঙ্গ হলাে ফ্লাজেলা। ফ্লাজেলা সাইটোপ্লজম থেকে উৎপন্ন সুক্ষ তন্তু যা সিলিয়া অপেক্ষা মােটা ও দীর্ঘ হয়। গমনের সময় ইউগ্লিনা ফ্লাজেলামকে সামনে থেকে দেহের পিছনের দিকে নৌকার দাঁড়ের মতাে চালনা করে। ফলে ফ্লাজেলাতে আন্দোলনের সৃষ্টি হয়। ফ্লাজেলার আন্দোলনের জন্য ইউগ্লিনার দেহে গতির সৃষ্টি হয়, ফলে ইউগ্লিনা সামনের দিকে এগিয়ে যায়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment