বিশ্ব উষ্ণায়নের কারণগুলি লেখাে। Write the causes of global warming?

বিশ্ব উষ্ণায়নের কারণগুলি লেখাে ? Class 10 | Geography | 5 Marks

উত্তর:

বিশ্ব উষ্ণায়নের কারণ

কোনােরূপ প্রাকৃতিক কারণ ছাড়াই প্রধানত মানুষের নানাপ্রকার অবিবেচনাপ্রসূত কাজের ফলে বায়ুমণ্ডলের নিম্নস্তরের ক্রমবর্ধমান ও অস্বাভাবিক উষ্ণতা বৃদ্ধিকে বিজ্ঞানী ও পরিবেশবিদগণ বিশ্ব উষ্ণয়ন বা গ্লোবাল ওয়ার্মিং নামে অভিহিত করেছেন। এই বিশ্ব উন্নয়নের কারণগুলি হল— 

1. অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহার : তাপবিদ্যুৎ কেন্দ্র এবং যানবাহনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বেড়ে যাওয়ায় বাতাসে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড মিশছে, যা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী। 

2. মিথেন গ্যাসের নির্গমন : মিথেন একটি অন্যতম গ্রিনহাউস গ্যাস। বিভিন্ন জলাজমি, ধানখেতের জমে থাকা জল থেকে মিথেন গ্যাস নির্গত হয়। এ ছাড়া, পচনশীল জৈব আবর্জনা, গবাদিপশুর মল থেকেও প্রচুর মিথেন গ্যাস বাতাসে মেশে, যা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির সহায়ক।

3. অরণ্যচ্ছেদন : পৃথিবীজুড়ে নানা কারণে অরণ্য ধ্বংস হয়ে চলেছে। এতে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইড তাপমাত্রা বৃদ্ধির সহায়ক। 

4. নাইট্রাস অক্সাইড নির্গমন : কৃষিজমিতে নাইট্রোজেন সারের ব্যবহারের মাধ্যমে বা অরণ্যে দাবানলের সৃষ্টি হলে বায়ুতে প্রচুর পরিমাণে নাইট্রাস অক্সাইড (N20) মেশে, যা বিশ্ব উয়ায়নের সহায়ক। 

5. CFC গ্যাসের নির্গমন : রেফ্রিজারেটার, এয়ারকন্ডিশনার, বডি স্প্রে প্রভৃতি ব্যবহারের মাধ্যমে বাতাসে CFC গ্যাস নির্গত হয়। এ ছাড়া ইলেকট্রনিকস শিল্প, রং শিল্প, বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী প্রস্তুত করতেও ক্লোরােফ্লুরােকার্বন (CFC) ব্যবহৃত হয়, যা বিশ্ব উষ্ণয়নের অন্যতম কারস্ন এ ছাড়া, 

6. বিপুল পরিমাণে জ্বালানি কাঠের দহন,

7. পচা ও জৈব আবর্জনা বৃদ্ধি,

8.জনবিস্ফোরণ

প্রভৃতিও প্রত্যক্ষ ও পরােক্ষভাবে বিশ্ব উষ্ণায়নের সহায়ক হয়েছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment