প্রশ্ন:বাংলায় অনুপ্রাস কয় প্রকার ও কি কি? (ছন্দ ও অলঙ্কার)
উত্তর: বিখ্যাত আলংকারিক শ্যামাপদ চক্রবর্তীর মতানুযায়ী বাঙলায় অনুপ্রাস তিন প্রকার-অন্ত্যানুপ্রাস(অন্ত্য), বৃত্তানুপ্রাস(বৃত্তি), এবং ছেকানুপ্রাস(ছেক)। শ্রুত্যানুপ্রাসকে তিনি গ্রহণ করেছেন শুধু অন্ত্যানুপ্রাসের সহকারিরূপে এবং | বৃত্তানুপ্রাসকে তিনি সব অনুপ্রাসের মধ্যে শ্রেষ্ঠ বলে উখ করেছেন।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।