ভারতের জলবায়কে মৌসমি জলবায় বলে কেন? অথবা, ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলা হয় কেন? Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:
ভারতের জলবায়ুকে মৌসুমি জলবায়ু বলার কারণ: মৌসুমি শব্দটির উৎপত্তি আরবি শব্দ মৌসিম থেকে, যার অর্থ ঋতু। তাই ঋতু অনুসারে প্রবাহিত বায়ুকে বলে মৌসুমি বায়ু। ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলা হয়, কারণ—
১) আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল: গ্রীষ্মকালে আর্দ্র দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এবং শীতকালে শীতল ও শুষ্ক উত্তর-পূর্ব মৌসুমি বায়ু। প্রবাহিত হওয়ার ফলে ভারতের জলবায়ুতে বিপরীতধর্মী দুটি প্রধান ঋতুর সৃষ্টি হয়—একটি আর্দ্র গ্রীষ্মকাল এবং অপরটি শুষ্ক শীতকাল।
2) ঋতুপরিবর্তন: আবার, এই দুটি মৌসুমি বায়ুর চক্রাকারে পরিবর্তনই ভারতের জলবায়ুতে ঋতুচক্র সৃষ্টি করে, যেমন—[i] দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমন-পূর্ব সময়কাল গ্রীষ্মকাল, [ii] দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ুর আগমনকাল বা বর্ষাকাল, [iii] দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রত্যাগমনকাল বা শরৎকাল এবং [iv] উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর আগমনকাল বা শীতকাল।
৩) বৃষ্টিপাত: ভারতের বার্ষিক 67-75 শতাংশ বৃষ্টিপাত মৌসুমি বায়ুর প্রভাবের ফলেই সংঘটিত হয়। এইভাবে ভারতের জলবায়ুতে মৌসুমি জলবায়ুর অধিক প্রভাব থাকায় ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।