ভারতে উপগ্রহ চিত্র কোন কোন কাজে ব্যবহার করা হয়? Class 10 | Geography | 3 Marks‘
উত্তর: বিভিন্ন কাজে উপগ্রহ চিত্রের ব্যবহার: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (Indian Space Research Organisation) এবং জাতীয় রিমােট সেন্সিং কেন্দ্র (National Remote Sensing Centre) ভারতে | উপগ্রহ চিত্র প্রস্তুত করে এবং এই সংক্রান্ত গবেষণা করে। এইসব উপগ্রহ চিত্র থেকে—১) আবহমণ্ডলের নানা অবস্থা পর্যবেক্ষণ, ২) বন্যা ও খরার মানচিত্র অঙ্কন, 3) কৃষি ও শস্য তালিকা প্রস্তুত, ৪) জলাভূমি ও ভূমি আচ্ছাদন সম্পর্কে মানচিত্র অঙ্কন, ৫) উপকূলীয় ব্যবস্থাপনা,৬) পার্বত্য অঞ্চলের মানচিত্র তৈরি, ৭) মাটি, বনভূমি, পতিত ভূমি, বাস্তুতান্ত্রিক উন্নয়ন পরিকল্পনা, 8) ভূতাত্ত্বিক মানচিত্র অঙ্কন প্রভৃতি করা হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।