দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography ভারতে উপগ্রহ চিত্র কোন কোন কাজে ব্যবহার করা হয়?

ভারতে উপগ্রহ চিত্র কোন কোন কাজে ব্যবহার করা হয়?

ভারতে উপগ্রহ চিত্র কোন কোন কাজে ব্যবহার করা হয়? Class 10 | Geography | 3 Marks

উত্তর: বিভিন্ন কাজে উপগ্রহ চিত্রের ব্যবহার: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (Indian Space Research Organisation) এবং জাতীয় রিমােট সেন্সিং কেন্দ্র (National Remote Sensing Centre) ভারতে | উপগ্রহ চিত্র প্রস্তুত করে এবং এই সংক্রান্ত গবেষণা করে। এইসব উপগ্রহ চিত্র থেকে—১) আবহমণ্ডলের নানা অবস্থা পর্যবেক্ষণ, ২) বন্যা ও খরার মানচিত্র অঙ্কন, 3) কৃষি ও শস্য তালিকা প্রস্তুত, ৪) জলাভূমি ও ভূমি আচ্ছাদন সম্পর্কে মানচিত্র অঙ্কন, ৫) উপকূলীয় ব্যবস্থাপনা,৬) পার্বত্য অঞ্চলের মানচিত্র তৈরি, ৭) মাটি, বনভূমি, পতিত ভূমি, বাস্তুতান্ত্রিক উন্নয়ন পরিকল্পনা, 8) ভূতাত্ত্বিক মানচিত্র অঙ্কন প্রভৃতি করা হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!