দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography ভারতে তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির কারণ কী

ভারতে তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির কারণ কী

ভারতে তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির কারণ কী Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 5 Marks

উত্তর:-

ভারতে তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির কারণসমূহ

যে শিল্পে ডিজিটাল ও ইলেকট্রনিকস মাধ্যমে তথ্যের অন্বেষণ, পুনরুদ্ধার, পরিবর্তন,পরিমার্জন, বিশ্লেষণ, সংরক্ষণ বা মজুত, আদানপ্রদান প্রভৃতি কাজ ব্যাবসায়িক প্রয়ােজনে করা হয়, সেই শিল্পকে তথ্যপ্রযুক্তি শিল্প বলে। 1970-এর দশকের শুরু থেকে 1980 দশকের মধ্যবর্তী সময় পর্যন্ত ভারতে তথ্যপ্রযুক্তি শিল্পের ধীর উন্নতি শুরু হয়। কিন্তু 1990 দশকের পর থেকে তথ্যপ্রযুক্তি শিল্প ভারতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ শিল্প হিসেবে বিকাশ লাভ করে। ভারতে এই শিল্পের উন্নতি কারণগুলি হল— 

1. দক্ষ ও মেধাবী কর্মী: বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষায় ভারতীয়রা সবসময়ই এগিয়ে থাকে। দেশে বিখ্যাত প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, অসংখ্য সরকারি ও বেসরকারি প্রযুক্তি শিক্ষাকেন্দ্র রয়েছে। এইসব কেন্দ্র থেকে আসা দক্ষ এবং মেধাবী কর্মীরা তথ্যপ্রযুক্তি শিল্পে নিযুক্ত হচ্ছেন। 

2. বিশ্ব বাজার: ইউরােপ এবং আমেরিকার দেশগুলির বিভিন্ন কাজ ভারত থেকে আউটসাের্সিংয়ের মাধ্যমে করা হয়। এ ছাড়া দেশে ব্যাংকিং, রেল, টেলিকম ও অন্যান্য ক্ষেত্রে কাজের পরিধি বেড়েছে। সুতরাং, বিশ্ব বাজারে তথ্যপ্রযুক্তির যথেষ্ট চাহিদা রয়েছে। 

3. জমির সমস্যা কম : অন্যান্য শিল্পের মতাে তথ্যপ্রযুক্তি শিল্পে বিশাল জমির প্রয়ােজন নেই। একই বাড়িতে অনেকগুলি কোম্পানি তাদের কাজ করতে পারে।

4.পরিকাঠামাে : তথ্যপ্রযুক্তি শিল্প শহরকেন্দ্রিক। বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই, মুম্বাই, কলকাতা প্রভৃতি ভারতের বড়াে বড়াে শহরগুলিতে এই শিল্প গড়ে উঠেছে। ভালাে রাস্তাঘাট, পর্যাপ্ত জল, বিদ্যুৎ, ইনটারনেট, ওয়াইফাই এবং আরও আধুনিক সুবিধা থাকায় শহরগুলিতে এই শিল্পের দ্রুত উন্নয়ন ঘটছে।

5. সরকারি উদ্যোগ : রাজ্য সরকারগুলি এই শিল্পের উন্নয়নে সবরকম সহায়তা করে। এজন্য বিভিন্ন রাজ্যে নানা রকম তথ্যপ্রযুক্তি কেন্দ্র গড়ে উঠেছে। এ ছাড়া স্পেশাল ইকোনমিক জোন (SEZ) গঠন, নানা ক্ষেত্রে সরকারি ভরতুকি এই শিল্পের উন্নতিতে সহায়তা করেছে। 

6. মূলধন বিনিয়ােগ : টিসিএস, ইনফোসিস, উইপ্রাে, আইবিএম প্রভৃতি বহুজাতিক কোম্পানিগুলি তথ্যপ্রযুক্তি শিল্পে বিপুল পরিমাণে মূলধন বিনিয়ােগ করছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “ভারতে তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির কারণ কী”

Leave a Comment