দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Life Science মাইটোসিস ও মিয়ােসিস কোশ বিভাজনের পার্থক্য লেখাে।

মাইটোসিস ও মিয়ােসিস কোশ বিভাজনের পার্থক্য লেখাে। 

প্রশ্ন: মাইটোসিস ও মিয়ােসিস কোশ বিভাজনের পার্থক্য লেখাে। 

উত্তর: 

মাইটোসিসমিয়য়াসিস 
এটি দেহকোশে সম্পন্ন হয়।এটি জননকোশে সম্পন্ন হয়।
কোশটি এক বার বিভাজিত হয়।কোশ পরপর দুই বার বিভাজিত হয়।
এইপ্রকার কোশ বিভাজনে 2টি অপত্য কোশ উৎপন্ন হয়।এইপ্রকার কোশ বিভাজনে চারটি অপত্য কোশ উৎপন্ন হয়।
একে সমবিভাজন বলে।একে হ্রাস বিভাজন বলে।
জীবের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে।জনন কোশ বা গ্যামেট উৎপাদনেসাহায্য করে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment