দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Life Science মাছের গমনকে কী বলে ? মাছের গমনে সাহায্যকারী অঙ্গের নাম লেখাে। মাছের গমনের পদ্ধতি সংক্ষেপে আলােচনা করাে।

মাছের গমনকে কী বলে ? মাছের গমনে সাহায্যকারী অঙ্গের নাম লেখাে। মাছের গমনের পদ্ধতি সংক্ষেপে আলােচনা করাে। 

প্রশ্ন: মাছের গমনকে কী বলে ? ভাছের গমনে সাহায্যকারী অঙ্গের নাম লেখাে। মাছের গমনের পদ্ধতি সংক্ষেপে আলােচনা করাে। 

উত্তর:  মাছের গমন পদ্ধতিকে সন্তরণ (Swimming) বলে। মাছের গমনে পাখনা, পটকা এবং মায়ােটাম পেশি সাহায্য করে।

মাছের গমন পদ্ধতি : মাছ মুখ্য জলজ প্রাণী, সন্তরণ পদ্ধতিতে মাছ গমন করে। মাছের গমনের সময় মায়ােটম পেশি, পাখনা এবং পটকা মুখ্য ভূমিকা পালন করে।

     মাছের দেহের মেরুদণ্ডের দুপাশে আকৃতির মায়ােটম পেশি থাকে। মায়ােটম পেশি ডানদিকে সংকুচিত হলে মাছের দেহ ডানদিকে বেঁকে যায়। আবার এই পেশি বামদিকে সংকুচিত হলে দেহ বামদিকে বেঁকে যায়। এইভাবে মায়ােটম পেশির সংকোচন ও প্রসারনে মাছের দেহ আন্দোলিত হয়। এই আন্দোলন সামনের অংশ থেকে পিছনের অংশে অগ্রসর হয় ফলে মাছ সামনের দিকে এগিয়ে যায়।

              মাছের গমনের সময় বক্ষপাখনা ও শ্রেণিপাখনা মাছকে জলে ওঠানামা করতে এবং মাছকে স্থিরভাবে ভেসে থাকতে সাহায্য করে। পুচ্ছপাখনা গমনের সময় মাছের দিক পরিবর্তনে সাহায্য করে। পুচ্ছ পাখনা ডানদিকে বাঁকা হলে মাছ বামদিকে এবং পুচ্ছপাখনা বামদিকে বাঁকা হলে মাছ ডানদিকে ঘােরে। গমনের সময় মাছের পটকা মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment