মানব চক্ষুর যেকোনাে ৫টি অংশের কাজ লেখাে। 

প্রশ্ন: মানব চক্ষুর যেকোনাে ৫টি অংশের কাজ লেখাে। 

উত্তর: 

1. স্কেরা, 2. কোরয়েড, 3. রেটিনা, 4. কেরনিয়া, 5. তারাবন্দ্র, 6. লেন্স। 

1. স্কেরা : চোঁখের সবচেয়ে বাইরের তন্তুুময় স্তর। অক্ষিগােলকের পিছনের স্তরকে রক্ষা করা এর কাজ।

2. কোরয়েড : অক্ষিগােলকের মধ্যভাগে এবং পিছনে অবস্থিত। রেটিনাকে রক্ষা করা এবং বিচ্ছুরিত আলাের প্রতিফলনবােধ করা কাজ।

3. রেটিনা : অক্ষিগােলকের ভিতরের পশ্চাদভাগে অবস্থিত। আলাের প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে।

4. কেরনিয়া : অক্ষিগােলকের বাইরের আবরণের সামনের দিকে অবস্থিত আলাের প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে।

5. তারারন্ধ্র : আইরিশের কেন্দ্রে অবস্থিত। চোঁখে আলােক রশ্মি প্রবেশ নিয়ন্ত্রন করে।
6.লেন্স : আইরিশের পিছনে অবস্থিত স্বচ্ছ, উভউত্তল স্থিতিস্থাপক প্রায় বৃত্তাকার গঠন যা আলাের প্রতিসরণে এবং আলােক রশ্মিকে রেটিনার উপর কেন্দ্রীভূত করে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment