প্রশ্ন: মুখ্য উদ্ভিদ হরমােনগুলির উৎসস্থল উল্লেখ করাে।
উত্তর: উৎসস্থল :
1. অক্সিন হরমােন : উদ্ভিদের ভাজক কলার কোশে বিশেষ করে কাণ্ডের বা মূলের অগ্রভাগে ভ্রুণ ও কচিপাতার কোশে অক্সিন হরমােন উৎপন্ন হয়।
2. জিবেরেলিন হরমােন : পরিপক্ক বীজে, অঙ্কুরিত চারাগাছে, বীজের বীজপত্রে উৎপন্ন হয়।
3. সাইটোকাইনিন হরমােন : সস্য ও ফলে এই হরমােন উৎপন্ন হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।