মূক ও বধির শিশুদের শিক্ষার উদ্দেশ্য লেখাে। Class 12 | Education (ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা) 4 Marks
উত্তর:-
মূক ও বধির শিশুদের শিক্ষার উদ্দেশ্য
মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পিছনে যে উদ্দেশ্যগুলি কাজ করে সে সম্পর্কে নীচে আলােচনা করা হল
[1] বাচনিক ক্ষমতার বিকাশ: মূক ও বধির শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্য হল তাদের বাচনিক ক্ষমতার বিকাশে সহায়তা করা। অর্থাৎ, তাদের মধ্যে কথা বলার ক্ষমতার বিকাশ ঘটানাে এবং যথাযথভাবে ভাষাশিক্ষা দেওয়া। বিশেষ করে অন্যের ভাষা বুঝতে পারা এবং নিজে বলতে পারার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
[2] সামাজিক বিকাশ: মূক ও বধির ছেলেমেয়েদের শিক্ষার আর-একটি উদ্দেশ্য হল তাদের সামাজিক বিকাশে সহায়তা করা। সামাজিক বিকাশের জন্য প্রয়ােজন সমাজের অন্য সদস্যদের ভাষা বােঝা এবং তাদের নিজের ভাষা বােঝানাে।
[3] শ্রবণমূলক প্রশিক্ষণ দান: মূক ও বধির ছেলেমেয়েরা যেহেতু শুনতে পায় না, তাই তাদের বিভিন্ন ধরনের বিকাশের জন্য প্রয়ােজন শ্রবণমূলক প্রশিক্ষণ দেওয়া দরকার। এদের শিক্ষার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল অভিজ্ঞ শিক্ষক দ্বারা উপযুক্ত শ্রবণমূলক প্রশিক্ষণ দেওয়া।
[4] অভিভাবক-অভিভাবিকাদের প্রশিক্ষণ দান: এই প্রকার শিক্ষার আরএকটি উদ্দেশ্য হল মূক ও বধির ছেলেমেয়েদের অভিভাবকঅভিভাবিকাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা। উপযুক্ত প্রশিক্ষণ পেলে তারা বাড়িতে নিজেদের মূক ও বধির সন্তানদের যথাযথভাবে সাহায্য করতে পারবেন।
[5] আত্মবিশ্বাস গঠন: মূক ও বধির ছেলেমেয়েরা নিজেদের শ্রবণজনিত ত্রুটির কারণে সর্বদা হীনমন্যতায় ভােগে। তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করা এইপ্রকার শিক্ষার একটি বিশেষ উদ্দেশ্য। আত্মবিশ্বাস গড়ে উঠলে তারা সমাজের অন্যান্য শ্রেণির মানুষের সঙ্গে মানিয়ে নিতে পারে।
[6] উপযুক্ত ব্যবস্থা গ্রহণ: মূক ও বধির ছেলেমেয়েদের শিক্ষার আর একটি উদ্দেশ্য হল শিক্ষাক্ষেত্রে তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। যেমন—শ্রেণিকক্ষে সামনের সারিতে তাদের জন্য বসার ব্যবস্থা করা, পড়ানাের সময়ে স্পষ্টভাবে উচ্চারণ করা যাতে ছেলেমেয়েরা তা বুঝতে পারে, সর্বোপরি শ্রবণ সহায়ক যন্ত্র ও অন্যান্য প্রযুক্তির সাহায্যে তাদের শুনতে সাহায্য করা ইত্যাদি।
[7] বৃত্তিমূলক প্রশিক্ষণ দান: মূক ও বধির ছেলেমেয়েরা যাতে বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে পরবর্তী জীবনে স্বাধীনভাবে জীবিকা অর্জন করতে পারে, সে বিষয়ে সাহায্য করাও এইপ্রকার শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।
[8] সহ-পাঠক্রমিক কার্যাবলির ব্যবস্থা: মূক ও বধির ছেলেমেয়েদের শিক্ষার আর-একটি উদ্দেশ্য হল তাদের জন্য উপযুক্ত সহ-পাঠক্রমিক কার্যাবলির ব্যবস্থা করা। খেলাধুলা, জিমনাস্টিকস, হস্তশিল্প, ছবি আঁকা প্রভৃতির ব্যবস্থা করলে তারা নিজেদের প্রতিভা বিকাশের সুযােগ পায়। তাদের মধ্যে থেকে হীনমন্যতা দূর হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।