যমক অলংকার কাকে বলে? উদাহরণসহ আলােচনা করাে।

প্রশ্ন: যমক অলংকার কাকে বলে? উদাহরণসহ আলােচনা করাে। (ছন্দ ও অলঙ্কার)

উত্তর: দুই বা তার বেশি ব্যঞ্জনবর্ণ স্বরধ্বনিসমেত নির্দিষ্টক্রমে সার্থক বা নিরর্থকভাবে ব্যবহৃত হলে যমক অলংকার হয়। সার্থক বা নিরর্থক বলার তাৎপর্য এই যে বার বার উচ্চারিত বর্ণগুচ্ছের বা শব্দের অর্থ (i)থাকতে পারে (i) নাও থাকতে পারে (i) একটি অর্থযুক্ত অপরটি অর্থহীন হতে পারে।উদাহরণ: i) ঘন বনতলে এসাে ঘননীলবসনা।

অর্থ – ঘন= নিবিড়, ঘন = মেঘ।

i) রক্তমাখা অস্ত্রহাতে যতাে রক্তআঁখি।

অর্থ – রক্ত = দেহের রক্ত, রক্ত = লাল।

(iii) জীবে দয়া তব পরম ধৰ্ম্ম, জীবে দয়া তব কই? অর্থ – জীব =প্রাণী, জীব = জীব গােস্বামী।

(iv) অর্থ চাই রাজকোষে আছে ভুরি ভুরি

রাজস্বপ্নে অর্থ নাই যত মাথা খুঁড়ি। অর্থ – অর্থ= ধন বা টাকা, অর্থ = মানে

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

2 thoughts on “যমক অলংকার কাকে বলে? উদাহরণসহ আলােচনা করাে।”

  1. যমক কাকে বলে জমক কয় প্রকার ও কি কি এবং উদাহরণসহ বুঝিয়ে দাও

    Reply

Leave a Comment

error: Content is protected !!