প্রশ্ন: যৌন জনন কাকে বলে ? জাইগােট কী ? যৌন জননের তিনটি গুরুত্ব লেখাে।
উত্তর:
যৌন জনন : যে জনন পদ্ধতিতে দুটি ভিন্ন আকৃতির জনন কোশ (পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেট) মিলিত হয়ে জাইগােট সৃষ্টির মাধ্যমে অপত্য জীব সৃষ্টি করে তাকে যৌন জনন বলে l
জাইগােট : পুংগ্যামেট বা শুক্রাণু এবং স্ত্রীগ্যামেট বা ডিম্বাণুর মিলনে উৎপন্ন ডিপ্লয়েড কোশটিকে জাইগােট বা উস্পাের [Oospore] বলে।
যৌন জননের গুরুত্ব :
1. যৌন জননে দু’টি জনিতৃ জীবের দরকার হয়। তাই অপত্যের মধ্যে দুই রকমের গুণাবলি দেখা যায়।
2. যৌন জননের ফলে অপত্য জীবের মধ্যে প্রকরণ বা ভেদ দেখা যায়।
3. যৌন জনন অভিব্যক্তিতে সাহায্য করে।
4. যৌন জননের ফলে উৎপন্ন জীব পরিবর্তিত পরিবেশে সহজে খাপ খাওয়াতে পারে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।