প্রশ্ন: রুইমাছের বিভিন্নপ্রকার পাখনার অবস্থান ও গমনে ভূমিকা আলােচনা করাে।
উত্তর: পাখনা রুই মাছের প্রধান গমন অঙ্গ। রুই মাছের জোড় ল বিজোড় মােট সাতটি পাখনা আছে। এসের অবস্থান ও গমনে ভূমিকা নিচে দেওয়া হলাে।
পাখনার নাম | অবস্থান | কাজ/গমনে ভূমিকা |
বক্ষ পাখনা (একজোড়া) | বক্ষদেশে অবস্থিত | মাছকে জলে স্থির থাকতে এবং জলে উঠানামা করতে সাহায্য করে। |
শ্রেণি পাখনা (একজোড়া) | শ্রেণিদেশে অবস্থিত | বক্ষ পাখনার সাথে মিলিতভাবে মাছকে জলে স্থির থাকতে এবং উঠানামা করতে সাহায্য করে |
পৃষ্ট পাখনা (একটি) | পৃষ্টদেশে অবস্থিত | সন্তরনের সময় দেহের ভারসাম্য রক্ষার এবং সামনে এগিয়ে যেতে সাহায্য করে। |
পায়ু পাখনা (একটি) | পায়ুর পিছনে অবস্থিত | দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। |
পুচ্ছ পাখনা (একটি) | লেজের শেষ প্রান্তে অবস্থিত | মাছের দিক পরিবর্তনে সাহায্য করে। |
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।