রুইমাছের বিভিন্নপ্রকার পাখনার অবস্থান ও গমনে ভূমিকা আলােচনা করাে।

প্রশ্ন: রুইমাছের বিভিন্নপ্রকার পাখনার অবস্থান ও গমনে ভূমিকা আলােচনা করাে।

উত্তর: পাখনা রুই মাছের প্রধান গমন অঙ্গ। রুই মাছের জোড় ল বিজোড় মােট সাতটি পাখনা আছে। এসের অবস্থান ও গমনে ভূমিকা নিচে দেওয়া হলাে।

পাখনার নামঅবস্থানকাজ/গমনে ভূমিকা
বক্ষ পাখনা (একজোড়া)বক্ষদেশে অবস্থিতমাছকে জলে স্থির থাকতে এবং জলে উঠানামা করতে সাহায্য করে।
শ্রেণি পাখনা  (একজোড়া) শ্রেণিদেশে অবস্থিতবক্ষ পাখনার সাথে মিলিতভাবে মাছকে জলে স্থির থাকতে এবং উঠানামা করতে সাহায্য করে 
পৃষ্ট পাখনা (একটি)পৃষ্টদেশে অবস্থিতসন্তরনের সময় দেহের ভারসাম্য রক্ষার  এবং সামনে এগিয়ে যেতে সাহায্য করে।
পায়ু পাখনা (একটি)পায়ুর পিছনে অবস্থিতদেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে।
পুচ্ছ পাখনা (একটি)লেজের শেষ প্রান্তে অবস্থিতমাছের দিক পরিবর্তনে সাহায্য করে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment