প্রশ্ন: শব্দালঙ্কার কাকে বলে? শব্দালঙ্কার কত প্রকার ও কি কি? (ছন্দ ও অলঙ্কার)
উত্তর: শব্দের ধ্বনিরূপকে আশ্রয় করে যে অলংকার আত্মপ্রকাশ করে তাকে শব্দালঙ্কার বলে। শব্দালঙ্কারের মধ্যে প্রধান অলংকারগুলাে হলাে, অনুপ্রাস, যমক, বক্রোক্তি, (শব্দ)শ্লেষ এবং পুনরুক্তবদাভাস।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।