শিক্ষার্থীর আচরণগত সমস্যার প্রতিকারে পরামর্শদাতার ভূমিকা উল্লেখ করাে।

শিক্ষার্থীর আচরণগত সমস্যার প্রতিকারে পরামর্শদাতার ভূমিকা উল্লেখ করাে। Class 12 | Education (ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা) 4 Marks

উত্তর:-

শিক্ষার্থীর আচরণগত সমস্যার প্রতিকারে পরামর্শদাতার ভূমিকা

শিক্ষার্থীর জীবনে পরামর্শদাতার ভূমিকা খুবই জটিল ও চ্যালেঞ্জিং | পরামর্শগ্রহীতার আর্থসামাজিক-সাংস্কৃতিক-প্রাক্ষোভিক পরিস্থিতি অনুযায়ী এই ভূমিকা নিয়ন্ত্রিত হয়। পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী সেগুলি বিভিন্ন ধরনের হতে পারে। তবে সাধারণভাবে যে ভূমিকাগুলি দেখা যায়, সেগুলি নীচে আলােচনা করা হল— 

[1] পরামর্শদানে সতর্কতা: যেসব বিদ্যালয়ে পরামর্শদাতা আছে, সেখানে তাঁর প্রধানত দুটি দায়িত্ব। প্রথমত, পরামর্শদাতাকে নিশ্চিত হতে হবে যাতে শিক্ষার্থীর আর কোনাে ক্ষতি না হয়। দ্বিতীয়ত, পরামর্শদাতাকে বর্তমান এবং ভবিষ্যৎ পরিবেশের ওপর, বিশেষ করে বিদ্যালয় এবং গৃহ-পরিবেশের ওপরে গুরুত্ব আরােপ করতে হবে। কারণ, শিশু যে পরিবেশের মধ্যে বড়াে হয়েছে, যা তার সমস্যামূলক আচরণের জন্য দায়ী, তার আর পরিবর্তন সম্ভব নয়। 

[2] শিক্ষার্থীর সমস্যার প্রকৃতি বিবেচনা: পরামর্শদাতা যদি মনে করেন যে শিক্ষার্থীর সমস্যা গুরুতর, তখন তিনি সমস্যার প্রকৃতি এবং গভীরতা নির্ধারণের জন্য বিভিন্ন ধরনের মনস্তাত্ত্বিক অভীক্ষা, পর্যবেক্ষণ ও শিক্ষার্থীর সাক্ষাৎকার গ্রহণ করবেন।। 

[3] পরামর্শদাতার সুপারিশ : বিশদভাবে অধ্যয়ন শেষ হওয়ার পর, প্রাপ্ত। ফলের ভিত্তিতে বাবা-মার সঙ্গে আলােচনা করে পরামর্শদাতা কিছু সুপারিশ করেন। সুপারিশের মধ্যে তিনি শিক্ষার্থীর চিকিৎসা এবং বাবা-মার কোনাে একজনকে পরামর্শ গ্রহণের কথা বলেন। কারণ, চাহিদাপূরণের পাশাপাশি বাবা-মায়ের জানা প্রয়ােজন কীভাবে তাঁরা গৃহ-পরিবেশে এই ধরনের সন্তানের সঙ্গে আচরণ করবেন।

[4] পরামর্শদাতা এবং শিক্ষক : পরামর্শদাতা সমস্যায় আক্রান্ত শিক্ষার্থীদের সহযােগিতার ব্যাপারে শিক্ষকদের সঙ্গে সর্বদা আলােচনা করবেন।

পরামর্শদাতা মাঝে মাঝে শিক্ষকদের সঙ্গে আলোচনাচকে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের অসুবিধা এবং সমস্যার কথা ব্যাখ্যা করবেন। এ ছাড়া সমস্যাক্রান্ত শিক্ষার্থীদের আচরণ সংশোধনের জন্য কী ধরনের পরিকল্পনা কর্মসূচি গ্রহণের প্রয়ােজন তা ব্যাখ্যা করবেন। | সবশেষে উল্লেখ করা যায় যে, শিক্ষার্থীর মধ্যে যদি এমন সমস্যামূলক আচরণ দেখা দেয় যা শিক্ষক বা বিদ্যালয়-এর পরামর্শদান বিভাগের পক্ষে সমাধান সম্ভব নয়, সেক্ষেত্রে অভিভাবকদের সঙ্গে আলােচনা করে তাকে মনােচিকিৎসকের কাছে পাঠানাে একান্ত প্রয়ােজন।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment