দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography সমচাপরেখা বা সমপ্রেষরেখা কাকে বলে ও এর বৈশিষ্ট্য লেখাে।

সমচাপরেখা বা সমপ্রেষরেখা কাকে বলে ও এর বৈশিষ্ট্য লেখাে।

বায়ুচাপের বৈশিষ্ট্যগুলি লেখাে। Class 10 | Geography | 3 Marks

উত্তর: সমাপরেখা বা সমপ্রেষরেখা: বছরের কোনাে নির্দিষ্ট সময়ে। ভূপৃষ্ঠের সমচাপযুক্ত স্থানগুলিকে (উচ্চস্থানের বায়ুর চাপকে সমুদ্রপৃষ্ঠের বায়ুর চাপে পরিবর্তিত করে) মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয়, তাকে সমচাপরেখা বা সমপ্রেষরেখা বলে।
বৈশিষ্ট্য: 1) উষ্ণতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক গভীর বলে বহুক্ষেত্রে সমচাপরেখাগুলি অক্ষরেখার সমান্তরালে বিস্তৃত হয়। 2) সমচাপরেখাগুলি যদি দূরে দূরে অবস্থান করে তাহলে আবহাওয়ার শান্ত অবস্থা বােঝায় এবং রেখাগুলি যদি কাছাকাছি চক্রাকারে অবস্থান করে তাহলে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। 3) যদি সমচাপরেখাগলি চক্রাকারে অবস্থান করে, তবে তাকে বায়ুচাপের কোশ বা বায়চাপ কক্ষ বলে। 4) জানুয়ারি ও জুলাই যথাক্রমে শীতলতম ও উম্নতম মাস বলে মানচিত্রে সাধারণত এই দুই মাসের সমচাপরেখা অঙ্কন করা হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment