সমুদ্রস্রোত ও জোয়ারভাটার মধ্যে পার্থক্য লেখাে।

সমুদ্রস্রোত ও জোয়ারভাটার মধ্যে পার্থক্য লেখাে। Class 10 | Geography (বারিমণ্ডল) | 3 Marks

উত্তর:-

সমুদ্রস্রোত ও জোয়ারভাটার মধ্যে পার্থক্য: সমুদ্রস্রোত ও জোয়ারভাটার মধ্যে পার্থক্যগুলি হল— 

বিষয়সমুদ্রস্রোতজোয়ারভাটা
ধারণাসমুদ্রের জলরাশি নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে অনুভূমিক আকারে প্রবাহিত হলে সেই প্রবাহকে সমুদ্রস্রোত বলে।সাগর-মহাসাগরের জলরাশির প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর ফুলে ওঠাকে জোয়ার এবং নীচে নেমে যাওয়াকে ভাটা বলে।
নিয়ন্ত্রকবায়ুপ্রবাহ, পৃথিবীর আবর্তন, সমুদ্রজলের উষ্ণতার ও লবণতার পার্থক্য প্রভৃতি সমুদ্রস্রোতকে নিয়ন্ত্রণ করে।পৃথিবীর ওপর চাঁদ ও সুর্যের আকর্ষণ বল এবং পৃথিবীর আবর্তন গতিজনিত কেন্দ্রাতিগ বল জোয়ারভাটাকে নিয়ন্ত্রণ করে।
প্রভাবিত অঞ্চলমহাসমুদ্রের বিস্তীর্ণ অংশজুড়ে সমুদ্রস্রোতের প্রভাব দেখা যায়।কেবল উপকূলভাগে জোয়ারভাটার প্রভাব দেখা যায়।
প্রভাব কোনাে অঞ্চলের মগ্নচড়া, জলবায়ু, মাছ সংগ্রহ সমুদ্রস্রোতের দ্বারা প্রভাবিত হয়।নদীতে জাহাজ চলাচল, নদীর নাব্যতা, নদীর জলের বরফমুক্ততা, উপকূলীয় অঞ্চলের কৃষিজমির বৈশিষ্ট্য জোয়ারভাটা দ্বারা প্রভাবিত হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment