প্রশ্ন: সরল ও জটিল প্রতিবর্ত ক্রিয়া বলতে কী বােঝায় ? বিভিন্নপ্রকার প্রতিবর্ত চাপ সংক্ষেপে লেখাে।
উত্তর:
1. সরল প্রতিবর্ত ক্রিয়া : যে প্রতিবর্ত ক্রিয়া সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রীত হয় তাকে সরল প্রতিবর্ত ক্রিয়া বলে।
উদাহরণ : চোখে ধুলাে বালি পড়লে চোখ বন্ধ হয়, লােভনীয় খাদ্যের দর্শনে লালাক্ষরণ ইত্যাদি।
2. জটিল প্রতিবর্তক্রিয়া : যে প্রতিবর্ত ক্রিয়া মস্তিস্ক দ্বারা নিয়ন্ত্রীত হয় তাকে জটিল প্রতিবর্ত ক্রিয়া বলে।
উদাহরণ : শিশুর হাটতে শেখা, সাতার কাটতে শেখা ইত্যাদি। সাইন্যাপসের সংখ্যার উপর নির্ভর করে প্রতিবর্ত চাপ চার প্রকারের হয়।
উদাহরণ :
1. অসন্নিধি প্রতিবর্ত চাপ বা সন্ধিবিহীন প্রতিবর্তচাপ : এইপ্রকার প্রতিবর্ত চাপে সাইন্যাপস গঠিত হয় না।
2. এক সন্নিদি বা একসন্ধি প্রতিবর্তচাপ : এইপ্রকার প্রতিবর্তচাপে দুটি সাইন্যাপস গঠিত হয়।
3. দ্বিসন্নিধি বা দ্বিসন্ধি প্রতিবর্ত চাপ : এইপ্রকার প্রতিবর্তচাপে দুটি সাইন্যাপস গঠিত হয়।
উদাহরণ : হাঁটু ঝাকুনি প্রতিবর্ত ক্রিয়া।
4. বহুসন্নিধি বা বহুসন্ধি প্রতিবর্ত চাপ : এইপ্রকার প্রতিবর্ত চাপে দুয়ের অধিক সাইন্যাপস্ গঠিত হয়।
উদাহরণ : প্লান্টার রিফ্লেক্স বা পদতল প্রতিবর্তক্রিয়া।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।