দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Life Science স্নায়ুসন্নিধি বা সাইন্যাপস (Synapse) কী ? ইহা কোথায় অবস্থিত। সাইন্যাপস-এর গঠন ও কাজ সংক্ষেপে আলােচনা করাে

স্নায়ুসন্নিধি বা সাইন্যাপস (Synapse) কী ? ইহা কোথায় অবস্থিত। সাইন্যাপস-এর গঠন ও কাজ সংক্ষেপে আলােচনা করাে 

প্রশ্ন: স্নায়ুসন্নিধি বা সাইন্যাপস (Synapse) কী ? ইহা কোথায় অবস্থিত। সাইন্যাপস-এর গঠন ও কাজ সংক্ষেপে আলােচনা করাে 

উত্তর: 

সাইন্যাপস : দুটি নিউরােনের সংযােগস্থল, যেখানে একটি নিউরােন শেষ এবং অপর নিউরােন শুরু হয় সেই সংযােগস্থলকে সাইন্যাপস্ বা প্রাপ্তসন্নিকর্ষ বা স্নায়ু সন্নিধি বলে।

অবস্থান : সাইন্যাপস দুটি নিউরােনের সংযােগস্থলে অবস্থিত।

গঠন : 

1. সাইন্যাস গঠনে অংশগ্রহণকারী অ্যাক্সনের শেষ প্রান্ত স্ফীত হয়ে প্রিসাইন্যাপটিক নব বা প্রাকসন্নিধি স্ফীতি গঠন করে। প্রাকসন্নিধি স্ফীতির পর্দা বা ঝিল্লিকে প্রাকসন্নিধি ঝিল্লি বলে।

2. পরবর্তী নিউরােনের ডনড্রনের প্রান্ত স্ফীতি হয়ে পােস্ট সাইন্যাপটিক নব বা পশ্চাদ সন্নিধি স্ফীতি গঠন করে। এর পর্দা বা ঝিল্লিকে পােস্ট সাইন্যাপটিক বা ঝিল্লি। বলে। 

3. দুটি নব বা স্ফীতির মধ্যে যে ফাঁক থাকে সেই স্থান সাইন্যাপটিক ক্লিফট (Synaptic cleft) বলে।

4. প্রাক সন্নিধি স্ফীতির সাইটোপ্লাজমে মাইটোকনড্রিয়া এবং পর্দাযুক্ত থলি (Vesicle) থাকে। এর মধ্য থেকে অ্যাসিটাইল কোলিন, অ্যাডরিনালিন প্রভৃতি পদার্থ ক্ষরিত হয়। এই পদার্থকে নিউরােহিউমর বলে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment