হরমােনের সংজ্ঞা দাও। মানবদেহে ৪টি অন্তক্ষরা গ্রন্থির অবস্থান ও নিঃসৃত হরমােনের নাম লেখাে। 

প্রশ্ন: হরমােনের সংজ্ঞা দাও। মানবদেহে ৪টি অন্তক্ষরা গ্রন্থির অবস্থান ও নিঃসৃত হরমােনের নাম লেখাে। 

উত্তর: 

সংজ্ঞা : যে জৈব রাসায়নিক পদার্থ অন্তঃক্ষরা গ্রন্থিকোশ থেকে বা বিশেষ। কলাকোশ থেকে ক্ষরিত হয়ে দুরবর্তী স্থানের কলাকোশের কার্যকারিতা নিয়ন্ত্রন করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় তাকে হরমােন বলে।

অন্তঃক্ষরা গ্রন্থির নামঅবস্থাননিঃসৃত হরমােনের নাম
পিটুইটারি গ্রন্থিমস্তিস্কের মুলদেশে স্ফেনয়েড অস্থির সেলটারসিকা প্রকোষ্ঠো STH, TSH, ACTH, FSH, LH ইত্যাদি।
থাইরয়েড গ্রীকদেশে ল্যারিংসের নিচে ট্রাকিয়ার দুপাশেথাইরক্সিন ও থাইরােক্যালসিটোনিন
অগ্নাশয়পাকস্থলির নিচে ডিউডিনামের বামপাশে অবস্থিত।ইনসুলিন ও গ্লুকাগণ।
অ্যাড্রিনাল গ্রন্থিবৃক্কের উপরেঅ্যাড্রিনালিন ও নর-অ্যাড্রিনালিন।

Read Also

জিব্বেরেলিনের রাসায়নিক নাম এবং রাসায়নিক উপাদান উল্লেখ করাে। এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখাে।

সাইটোকাইনিনের উৎস এবং বৈশিষ্ট্য উল্লেখ করাে।

কৃষিক্ষেত্রে অক্সিন হরমােনের প্রয়ােগ আলােচনা করাে।

বিভিন্ন প্রকার ন্যাস্টিক চলন সংক্ষেপে আলােচনা করাে।

থাইরক্সিন কোথা থেকে ক্ষরিত হয় ? এর তিনটি কাজ লেখাে। এর কম বা বেশি ক্ষরণে কোন কোন রােগ হয়?

হরমােনের সংজ্ঞা দাও। মানবদেহে ৪টি অন্তক্ষরা গ্রন্থির অবস্থান ও নিঃসৃত হরমােনের নাম লেখাে।

স্নায়বিক পথ কাকে বলে ? স্নায়বিক পথটি সংক্ষেপে আলােচনা করাে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment