1956 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ভারতের রাজ্য পুনর্বিন্যাস আলােচনা করাে।
1956 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ভারতের রাজ্য পুনর্বিন্যাস Class 10 | Geography | 5 Marks
উত্তর:-
1. 1956 সালে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন : 1953 সালের ডিসেম্বর মাসে ভারত সরকার রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করে। সেই কমিশনের সুপারিশের ভিত্তিতে 1956 সালের নভেম্বর ভারত সরকার প্রধানত ভাষার ভিত্তিতে 14টি রাজ্য এবং প্রশাসনিক সুবিধার জন্য 6টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করে। এগুলি হল—
রাজ্য : (1) অন্ধ্রপ্রদেশ, (2) অসম, (3) ওডিশা, (4) উত্তরপ্রদেশ, (5) কেরল, (6) জম্মু কাশ্মীর, (7) পশ্চিমবঙ্গ, (8) পাঞ্জাব, (9) বিহার, (10) মুম্বাই, (11) মধ্যপ্রদেশ, (12) মহীশূর, (13)মাদ্রাজ এবং (14) রাজস্থান।
কেন্দ্রশাসিত অঞ্চল : (1) ত্রিপুরা, (2) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, (3) দিল্লি, (4) লাক্ষাদ্বীপ, (5) মণিপুর এবং (6) হিমাচল প্রদেশ।
2. 1956 সালের পরবর্তী সময়ে রাজ্য পুনর্গঠন : 1956 সালে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠিত হওয়ার পরও বিভিন্ন সময়ে কিছু রাজ্যকে নতুন করে পুনর্গঠন করা হয়। এগুলির মধ্যে উল্লেখযােগ্য হল—
তারিখ ও সাল | রাজ্য পুনর্গঠন |
1 মে 1960 | পূর্বর্তন বােম্বাই রাজ্যকে ভাগ করে মহারাষ্ট্র ও গুজরাত রাজ্য গঠন করা হয়। |
1 ডিসেম্বর 1963 | নাগাল্যান্ড পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে। |
1 নভেম্বর 1966 | পূর্বতন পাঞ্জাব রাজ্যকে ভাগ করে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্য এবং চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়। |
20 ফেব্রুয়ারি 1970 | পূর্বতন উত্তর-পূর্ব সীমান্ত অঞ্চল (NEFA) অরুণাচল প্রদেশ নামে পরিচিত হয়। |
1971-72 | হিমাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা ও মেঘালয় পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়। |
1 নভেম্বর 1973 | পূর্বতন মহীশূর রাজ্য কর্ণাটক রাজ্য নামে পরিচিত হয়। |
26 এপ্রিল 1975 | চোগিয়ালশাসিত সিকিম ভারতের 22তম অঙ্গরাজ্যে পরিণত হয় |
20 ফেব্রুয়ারি 1987 | কেন্দ্রশাসিত অঞ্চল মিজোরাম ও অরুণাচল প্রদেশ যথাক্রমে ভারতের 23তম ও 24তম পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। |
30 মে 1987 | কেন্দ্রশাসিত অল গােয়া ভারতের 25তম পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে |
1993 | ভারতের রাজধানী দিল্লিকে ‘জাতীয় রাজধানী অঞ্চল’ আখ্যা দেওয়া হয়। |
1 নভেম্বর 2000 | মধ্যপ্রদেশ রাজ্যের পূর্বাংশ থেকে ভারতের 26তম রাজ্য ছত্তিশগড়ের জন্ম হয়। |
৪ নভেম্বর 2000 | পূর্বতন উত্তরপ্রদেশ রাজ্য থেকে ভারতের 27তম রাজ্য উত্তরাখণ্ডের উৎপত্তি হয়। |
15 নভেম্বর 2000 | পূর্বর্তন বিহার রাজ্য থেকে ভারতের 28তম রাজ্য ঝাড়খণ্ড গঠিত হয়। |
2 জুন, 2014 | পূর্বর্তন অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে ভারতের 29তম রাজ্য তেলেঙ্গানার সৃষ্টি হয়। |
5 আগস্ট, 2019 | জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভাগ করে লাডাক এবং জম্মু কাশ্মীর নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়। |
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।