দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনবণ্টনের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখাে।

2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনবণ্টনের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখাে। 

2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনবণ্টনের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখাে।   Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনবণ্টনের প্রধান বৈশিষ্ট্য: 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনবণ্টনের প্রধান বৈশিষ্ট্যগুলি হল— 1. ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ (জনসংখ্যা প্রায় 19 কোটি 96 লক্ষ)। 2. সবচেয়ে জনবিরল রাজ্য সিকিম (জনসংখ্যা প্রায় 6 লক্ষ ৪ হাজার)। 3. জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির জনসংখ্যা প্রায় 1 কোটি 68 লক্ষ এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির জনসংখ্যা প্রায় 12 লক্ষ 44 হাজার। 4. পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ জনবহুল রাজ (জনসংখ্যা প্রায় ৩ কোটি 13 লক্ষ)। 5. ভারতের মােট জনসংখ্যার প্রায় 30 শতাংশ বাস করে গঙ্গা সমভূমি অঞ্চলে, যা ভারতের মােট ভৌগােলিক আয়তনের মাত্র একনবমাংশ। 6. ভারতের রাজস্থানের মরু অঞ্চল ও হিমালয়ের পার্বত্য অঞ্চল সর্বাপেক্ষা জনবিরল। 7. ভারতে মােট জনসংখ্যার প্রায় 31.2 শতাংশ শহরে এবং বাকি 68.8 শতাংশ গ্রামে (2011) বাস করে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment