2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্বের প্রধান বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে।

2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্বের প্রধান বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে।  Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্বের প্রধান বৈশিষ্ট্য: 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্বের প্রধান বৈশিষ্ট্যগুলি হল— 1. প্রতি বর্গকিমিতে ভারতের গড় জনঘনত্ব 382 জন। 2. রাজ্যগুলির মধ্যে বিহারের জনঘনত্ব সবচেয়ে বেশি— 1102 জন প্রতি বর্গকিমিতে। 3. রাজ্যগুলির মধ্যে সবচেয়ে কম জনঘনত্ব দেখা যায় অরুণাচল প্রদেশে—17 জন প্রতি বর্গকিমিতে। 4. কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সবচেয়ে বেশি জনঘনত্ব দেখা যায় দিল্লিতে (জাতীয় রাজধানী অঞ্চল)—প্রতি বর্গকিমিতে 11297 জন। অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে চণ্ডীগড়ের জনঘনত্ব প্রতি বর্গকিমিতে 9252 জন এবং সবচেয়ে কম জনঘনত্ব দেখা যায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে—প্রতি বর্গকিমিতে 46 জন।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment