সমুদ্রস্রোত এবং সমুদ্রতরঙ্গের মধ্যে কী কী পার্থক্য আছে?

সমুদ্রস্রোত এবং সমুদ্রতরঙ্গের মধ্যে কী কী পার্থক্য আছে? Class 10 | Geography (বারিমণ্ডল) | 5 Marks উত্তর:- সমুদ্রস্রোত ও সামুদ্রতরঙ্গের মধ্যে পার্থক্য: সমুদ্রস্রোত এবং সমুদ্রতরঙ্গের মধ্যে প্রধান পার্থক্যগুলি হল – বিষয় সমুদ্রস্রোত সমুদ্রতরঙ্গ চলন সমুদ্রস্রোত হল সমুদ্রজলের একমুখী চলন। সমুদ্রতরঙ্গ হল সমুদ্রপৃষ্ঠে জলরাশির ঘূর্ণায়মান প্রবাহের পর্যায়ক্রমিক লম্বভাবে ওঠানামা। উৎপত্তি বায়ুপ্রবাহ, পৃখিবার আবর্তন গতি, সমুদ্রজলের লবণতা, উষ্ণতা ও … Read more

সমুদ্রস্রোত কীভাবে উপকূলের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে?

সমুদ্রস্রোত কীভাবে উপকূলের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? Class 10 | Geography (বারিমণ্ডল) | 5 Marks উত্তর:- সমুদ্রস্রোত দ্বারা উপকূলের জলবায়ু নিয়ন্ত্রণ: সমুদ্রস্রোত দ্বারা কয়েকটি উপায়ে উপকূলের জলবায়ু নিয়ন্ত্রিত হয়, যথা—  1) উষ্ণতা নিয়ন্ত্রণ: [i] উষ্ণ সমুদ্রস্রোত শীতল অঞলের মধ্য দিয়ে প্রবাহিত হলে সেখানকার তাপমাত্রা বেড়ে যায়। উদাহরণ: উষ্ণ উপসাগরীয় স্রোত উত্তর আমেরিকার পূর্ব উপকূলকে উষ্ণ রাখে। [ii] শীতল … Read more

বিশ্ব উষ্ণয়নের কয়েকটি প্রভাব লেখাে। অথবা, বিশ্ব উষ্ণয়নের প্রভাবগুলি সংক্ষেপে আলােচনা করাে।

বিশ্ব উষ্ণয়নের কয়েকটি প্রভাব লেখাে। অথবা, বিশ্ব উষ্ণয়নের প্রভাবগুলি সংক্ষেপে আলােচনা করাে। ? Class 10 | Geography | 5 Marks উত্তর: বিশ্ব উষ্ণয়নের প্রভাব মানুষের বিভিন্ন প্রকার অবিবেচনাপ্রসূত ক্রিয়াকলাপ, যেমন—অত্যধিক পরিমাণে জীবাশ্ম জ্বালানির দহন, নির্বিচারে বৃক্ষচ্ছেদন ও অরণ্যবিনাশ, কৃষিকাজে বিপুল পরিমাণে নাইট্রোজেন-জাতীয় সারের ব্যবহার, ক্রমবর্ধমান শিল্পায়ন ও নগরায়ণ প্রভৃতি বিভিন্ন কারণে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণের মাত্রাতিরিক্ত … Read more

বিশ্ব উষ্ণায়নের কারণগুলি লেখাে। Write the causes of global warming?

বিশ্ব উষ্ণায়নের কারণগুলি লেখাে ? Class 10 | Geography | 5 Marks উত্তর: বিশ্ব উষ্ণায়নের কারণ কোনােরূপ প্রাকৃতিক কারণ ছাড়াই প্রধানত মানুষের নানাপ্রকার অবিবেচনাপ্রসূত কাজের ফলে বায়ুমণ্ডলের নিম্নস্তরের ক্রমবর্ধমান ও অস্বাভাবিক উষ্ণতা বৃদ্ধিকে বিজ্ঞানী ও পরিবেশবিদগণ বিশ্ব উষ্ণয়ন বা গ্লোবাল ওয়ার্মিং নামে অভিহিত করেছেন। এই বিশ্ব উন্নয়নের কারণগুলি হল—  1. অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহার : তাপবিদ্যুৎ … Read more

পৃথিবীর বিভিন্ন অংশের তাপবলয়গুলির পরিচয় দাও।

পৃথিবীর বিভিন্ন অংশের তাপবলয়গুলির পরিচয় দাও। ? Class 10 | Geography | 5 Marks উত্তর: পৃথিবীর তাপবলয় তাপমাত্রার তারতম্য অনুসারে ভূপৃষ্ঠকে মােট পাঁচটি তাপবলয় বা তাপমণ্ডলে ভাগ করা যায়। এগুলি হল— 1. উষ্ণমণ্ডল বা গ্রীষ্মমণ্ডল অবস্থান: নিরক্ষরেখার উত্তরে ও দক্ষিণে 23 1⁄2° অক্ষরেখা পর্যন্ত। বিস্তৃত স্থানে অর্থাৎ কর্কটক্রান্তিরেখা ও মকরক্রান্তিরেখার মধ্যবর্তী অঞ্চলকে উষ্ণমণ্ডল বা গ্রীষ্মমণ্ডল বলে। … Read more

চিত্রসহ বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলােচনা করাে।

চিত্রসহ বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলােচনা করাে। ? Class 10 | Geography | 5 Marks উত্তর: 1. বিকিরণ পদ্ধতি: যে পদ্ধতিতে কোনাে মাধ্যম ছাড়াই বা মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত না করে তাপ এক বস্তু থেকে অন্য বস্তুতে চলে যায়, সেই পদ্ধতিকে বিকিরণ পদ্ধতি বলে l সূর্যতাপে ভূপৃষ্ঠ। উষ্ণ হয় এবং ওই উয় ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে। বায়ুমণ্ডলের … Read more

ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে বায়ুর উষ্ণতার তারতম্যের কারণগুলি সংক্ষেপে লেখাে।

ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে বায়ুর উষ্ণতার তারতম্যের কারণগুলি সংক্ষেপে লেখাে। অথবা, বায়ুমণ্ডলের উষ্ণতা কীভাবে নিয়ন্ত্রিত হয় ? Class 10 | Geography | 5 Marks উত্তর: বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে বায়ুর উষ্ণতায় অনেক পার্থক্য দেখা যায়। বায়ুর উষ্ণতার এই তারতম্যের নিয়ন্ত্রকগুলি হল— 1. অক্ষাংশ: অক্ষাংশ অনুসারে ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে সূর্যরশ্মির পতনকোণের তারতম্য ঘটে, ফলে উষ্ণতারও … Read more

নদী উপত্যকা ‘I’ বা ‘v’-আকৃতির কিন্তু হিমবাহ উপত্যকা ‘U’ আকৃতির হয় কেন?

নদী উপত্যকা ‘I’ বা ‘V’-আকৃতির কিন্তু হিমবাহ উপত্যকা ‘U’ আকৃতির হয় কেন?   Class 10 | Geography | 3 Marks উত্তর:- নদী উপত্যকা ‘I’ বা ‘v’-আকৃতির কিন্তু হিমবাহ উপত্যকা ‘U’ আকৃতির হওয়ার কারণ: নদী উপত্যকার আকৃতি ‘I’ বা ‘v’-এর মতাে হয়। কারণ পার্বত্য অংশে নদীর ঢাল খুব বেশি থাকে বলে নদী প্রবলবেগে নীচের দিকে নামতে থাকে। সেজন্য … Read more

আদর্শ হিমবাহ সৃষ্টির পদ্ধতিগুলি লেখাে। 

আদর্শ হিমবাহ সৃষ্টির পদ্ধতিগুলি লেখাে।    Class 10 | Geography | 3 Marks উত্তর:- আদর্শ হিমবাহ সৃষ্টির পদ্ধতিসমূহ : কয়েকটি জটিল পদ্ধতির মাধ্যমে হিমবাহ গঠিত হয়। আদর্শ হিমবাহ সৃষ্টির পদ্ধতিগুলি হল— 1. ঊর্ধ্বপাতন (Sublimation) : এই পদ্ধতিতে বরফ সরাসরি  জলীয় বাষ্পে পরিণত হয়।   2. পুনৰ্কেলাসীভবন (Recrystallization) : ছােটো ছােটো কেলাস ভেঙে সম্মিলিত হয়ে বড়াে কেলাসে রূপান্তরিত হয়। এর … Read more

আদর্শ হিমবাহ সৃষ্টির পর্যায়গুলি আলােচনা করাে। 

আদর্শ হিমবাহ সৃষ্টির পর্যায়গুলি আলােচনা করাে।    Class 10 | Geography | 3 Marks উত্তর:- আদর্শ হিমবাহ সৃষ্টির পর্যায়সমূহ : সুউচ্চ পার্বত্য অঞল এবং শীতল মেরু অঞ্চলে তুষারপাত থেকে হিমবাহ সৃষ্টি হয় কয়েকটি পর্যায়ে। আদর্শ হিমবাহ সৃষ্টির পর্যায়গুলি হল— 1. নেভে : সাধারণত শীতপ্রধান অঞ্চলে পেজাতুলাের আকারে খুব হালকা তুষার বৃষ্টির মতাে ঝরে পড়ে। ভূমিতে স্তুূপাকারে জমে থাকা … Read more