বর্তমানে ভারতকে কী কী প্রধান প্রশাসনিক বিভাগে ভাগ করা যায়? এগুলির নাম কী ? Class 10 | Geography | 3 Marks
উত্তর:-
ভারতের প্রশাসনিক বিভাগ: বর্তমানে ভারতকে মােট দুই ধরনের প্রশাসনিক বিভাগে ভাগ করা যায়— (1) রাজ্য এবং (2) কেন্দ্রশাসিত অঞ্চল, এগুলির মধ্যে রাজ্য আছে 28টি এবং কেন্দ্রশাসিত অঞল 9টি।
বিভাগগুলির নাম: রাজ্য: [i] অন্ধ্রপ্রদেশ, [ii] অরুণাচল প্রদেশ, [iii] অসম, [iv] উত্তরপ্রদেশ, [v] ওডিশা, [vi] কর্ণাটক, [vii] কেরল, [viii] গুজরাত, [ix] গােয়া, [x] তামিলনাড়ু, [xi] ত্রিপুরা, [xii] নাগাল্যান্ড, [xiii] পশ্চিমবঙ্গ, [xiv] পাঞ্জাব, [xv] বিহার, [xvi] মহারাষ্ট্র, [xvii] মণিপুর, [xviii] মধ্যপ্রদেশ, [xix] মিজোরাম, [xx] মেঘালয়, [xxi] রাজস্থান, [xxii] সিকিম, [xxiii] হরিয়ানা, [xxiv] হিমাচল প্রদেশ, [xxv] ছত্তিশগড়, [xxvi] উত্তরাখণ্ড, [xxvii] ঝাড়খণ্ড এবং [xxviii] তেলেঙ্গানা।
কেন্দ্রশাসিত অঞ্চল: [i] আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, [ii] দমন ও দিউ, [iiii] চণ্ডীগড়, [iv] দাদরা ও নগর হাভেলি, [v] পুদুচেরি, [vi] লাক্ষাদ্বীপ, [vii] দিল্লি, [viii] লাডাক এবং [ix] জম্মু-কাশ্মীর।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।