ভারতের প্রমাণ সময় ও দ্রাঘিমার সম্পর্ক আলােচনা করাে। অথবা, দ্রাঘিমার বিস্তার ভারতের স্থানীয় সময় ও প্রমাণ সময়ের ওপর কীরূপ প্রভাব বিস্তার করে?

ভারতের প্রমাণ সময় ও দ্রাঘিমার সম্পর্ক আলােচনা করাে। অথবা, দ্রাঘিমার বিস্তার ভারতের স্থানীয় সময় ও প্রমাণ সময়ের ওপর কীরূপ প্রভাব বিস্তার করে?  Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

ভারতের প্রমাণ সময় ও দ্রাঘিমার মধ্যে সম্পর্ক : ভারতের পূর্ব ও পশ্চিম সীমার মধ্যে দ্রাঘিমার পার্থক্য প্রায় 97°25′ পূর্ব – 68°07′ পূর্ব = 29°18’। হিসাব করে দেখা যায় যে, অরুণাচল প্রদেশের পূর্ব সীমায় থানীয় সময় যখন দুপুর 12টা, তখন ভারতের পশ্চিমে অবস্থিত গজরাতের পশ্চিম সীমায় স্থানীয় সময় সকাল প্রায় 10টা 3 মিনিট। অর্থাৎ সময়ের পার্থক্য হয় প্রায় 117 মিনিট। তাই সময় গণনার সুবিধার জন্য এই দু-প্রান্তের দ্রাঘিমাকে যােগ করে সেই যােগফলকে 2 দিয়ে ভাগ করে মধ্যবর্তী স্থানের দ্রাঘিমা নির্ণয় করা হয়েছে। অর্থাৎ (97°25′ + 68°07′) পূর্ব = (165°32′ ÷2) = 82°46′ পূর্ব। 

এর সরলীকরণ করে 82°30′ পূর্ব দ্রাঘিমাকেই ভারতের প্রমাণ দ্রাঘিমা (এলাহাবাদের স্থানীয় সময়) হিসেবে গণ্য করা হয়, যা এলাহাবাদের ওপর দিয়ে প্রসারিত হয়েছে।

 এজন্য 82°30′ পূর্ব দ্রাঘিমা অনুসারে ভারতীয় প্রমাণ সময় নির্ণয় করা হয়েছে এবং সেই সময় অনুসারেই সারা দেশের কাজকর্ম সংঘটিত হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment