ভারতের পার্বত্য অঞলের ভূপ্রকৃতির বিবরণ দাও।
অথবা, উত্তরের পার্বত্য অঞলের ভূপ্রকৃতির বিবরণ দাও। Class 10 | Geography | 5 Marks
উত্তর:-
ভারতের পার্বত্য অঞলের ভূপ্রকৃতি:
ভূপ্রকৃতির বৈশিষ্ট্য অনুসারে ভারতের পার্বত্য অঞ্চলটিকে দুটি উপবিভাগে ভাগ করা যায়— 1. হিমালয় পার্বত্য অঞ্চল এবং 2. উত্তর-পূর্ব ভারতের পার্বত্যভূমি বা পূর্বাচল।
1. হিমালয় পার্বত্য অঞ্চল: পৃথিবীর সর্বোচ্চ পর্বতশ্রেণি হিমালয়। পশ্চিমে জম্মু ও কাশ্মীরের নাঙ্গা পর্বতশৃঙ্গ থেকে শুরু করে পূর্বে অরুণাচল প্রদেশের উত্তর-পূর্ব দিকে অবস্থিত নামচা বারওয়া পর্বতশৃঙ্গ পর্যন্ত বিস্তৃত হিমালয়ের দৈর্ঘ্য প্রায় 2500 কিমি।
স্থানীয় বৈচিত্র্য অনুসারে দৈর্ঘ্য বরাবর হিমালয়ের তিনটি উপবিভাগ হল— (i) পশ্চিম হিমালয়, (ii) মধ্য হিমালয় এবং (iii) পূর্ব হিমালয়। (i) পশ্চিম হিমালয়
অবস্থান: পশ্চিমে নাঙ্গা পর্বতশৃঙ্গ থেকে পুর্বে ভারত-নেপাল সীমান্তের কালী নদী পর্যন্ত পশ্চিম হিমালয়ের বিস্তার। পশ্চিম হিমালয়ের দক্ষিণ থেকে উত্তরে চারটি সমান্তরাল পর্বতশ্রেণি দেখা যায় —
[i] শিবালিক বা বহিঃহিমালয়: [a] পশ্চিম হিমালয়ের সর্বদক্ষিণে শিবালিক বা বহিঃহিমালয় অবস্থিত l [b] শিবালিক হিমালয়ের গড় উচ্চতা 600-1500 মটার। [ii] হিমাচল বা মধ্য হিমালয়: [a] শিবালিকের উত্তরে রয়েছে পিরপঞ্জাল, ধওলাধর, নাগটিব্বা ও মুসৌরি পর্বতশ্রেণি। এগলি সম্মিলিতভাবে হিমাচল বা মধ্য হিমালয় নামে পরিচিত। [b] হিমাচল হিমালয়ের গড় উচ্চতা 1500 – 4500 মিটার। [c] শিবালিক এবং হিমাচল হিমালয়ের মধ্যবর্তী অংশে দুন, মারি, কাংড়া প্রভৃতি উপত্যকা দেখা যায়।
[iii] হিমাদ্রি বা প্রধান হিমালয়: [a] হিমাচল হিমালয়ের উত্তরে আছে হিমাদ্রি বা প্রধান হিমালয়। হিমালয়ের এই অংশের গড় উচ্চতা 6000 মিটার। [b] প্রধান হিমালয়ের সুউচ্চ শৃঙ্গগুলি হল— নাঙ্গা পর্বত (8126 মি), কামেট (7756 মি), নন্দাদেবী (7816 মি), কেদারনাথ (6940 মি), চৌখাম্বাবদ্রীনাথ (7138 মি) প্রভৃতি। [c] পিরপঞ্জাল ও প্রধান হিমালয়ের মধ্যে আছে বিখ্যাত কাশ্মীর উপত্যকা (ভূস্বর্গ’ বা ‘প্রাচ্যের নন্দনকানন’ নামে পরিচিত)।
[iv] অন্যান্য পবর্তশ্রেণি: [a] প্রধান হিমালয়ের উত্তরে আছে জাস্কর-দেওসাই পর্বত, লাড়াক রেঞ্জ ও কারাকোরাম প্রভৃতি পর্বতশ্রেণি। [b] এই অংশের গড় উচ্চতাও 6000 মিটার। [c] কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন বা K2 (8611 মি) ভারতের উচ্চতম ও পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। এ ছাড়াও, কারাকোরাম পর্বতশ্রেণিতে আছে গাসেরব্রুম বা হিডেন পিক (8068 মি), ব্রড পিক (8047 মি), গাসেরব্রুম-II (8035 মি) প্রভৃতি সুউচ্চ শৃঙ্গ। ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন (76 কিমি)-সহ বিয়াফো, বলটারাে প্রভৃতি হিমবাহ কারাকোরাম পর্বতশ্রেণিতে দেখা যায়। এই অংশে ডাল, উলার, নাগিন, প্রভৃতি হ্রদ দেখা যায়। জোজিলা, বানিহাল, রােটাং পাস প্রভৃতি এখানকার উল্লেখযােগ্য গিরিপথ।
(ii) মধ্য হিমালয়:
অবস্থান: মধ্য হিমালয় সম্পূর্ণরূপে স্বাধীন রাষ্ট্র নেপালের অন্তর্গত। (এই অংশটি নেপালের অন্তর্গত হওয়ায় ভারতের ভূপ্রাকৃতিক বিভাগের অন্তর্ভুক্ত করা হল না।)
(iii) পূর্ব হিমালয় :
অবস্থান: নেপালের পূর্বসীমা থেকে অরুণাচল প্রদেশের পূর্বসীমা পর্যন্ত বিস্তৃত হিমালয় পার্বত্যভূমির নাম পূর্ব হিমালয়। পূর্ব হিমালয় অঞ্চলকে তিনটি ভাগে ভাগ করা যায়—
[i] অরুণাচল হিমালয়: [a] অরুণাচল হিমালয় ভুটানের পূর্বসীমা থেকে অরুণাচল প্রদেশের পূর্বসীমা পর্যন্ত বিস্তৃত। [b] পশ্চিম হিমালয়ের মতাে পূর্ব হিমালয়ের এই অংশে হিমাদ্রি, হিমাচল, শিবালিক এই তিনটি শ্রেণি স্পষ্ট দেখা যায়। [c] অরুণাচল-তিব্বত। সীমান্তে অবস্থিত নামচা বারওয়া এই অংশের সর্বোচ্চ শৃঙ্গ।
[ii] ভূটান হিমালয়: ভুটান হিমালয় স্বাধীন রাষ্ট্র ভুটানের মধ্যে বিস্তৃত। এখানের সর্বোচ্চ শৃঙ্গ কুলা কাংড়ি।
[iii] সিকিম-দার্জিলিং হিমালয়: [a] সিকিমদার্জিলিং হিমালয়ের অন্তর্গত নেপাল-পশ্চিমবঙ্গ সীমান্তের সিঙ্গালিলা রেঞ্জ উল্লেখযােগ্য পর্বত। উল্লেখযােগ্য শৃঙ্গ সান্দাকফু (3636 মি), ফালুট (3596 মি) প্রভৃতি। [b] এই অংশে ভারতের দ্বিতীয় ও বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা (8598 মি) অবস্থিত।
2. উত্তর-পূর্ব ভারতের পার্বত্যভূমি বা পূর্বাচল: (i) উত্তর-পূর্ব ভারতে, বিশেষত অরুণাচল প্রদেশ, অসম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে 1800-4000 মিটার উচ্চতাবিশিষ্ট পাটকই, নাগা, মিকির, বরাইল, লুসাই প্রভৃতি পর্বতশ্রেণি বিস্তৃত হয়েছে। এই অঞ্চলটি পূর্বাচল নামে পরিচিত। (ii) অরুণাচল প্রদেশের মিশমি পর্বতশ্রেণির দাফাকুম পূর্বাচলের সর্বোচ্চ শৃঙ্গ।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।