দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি বর্ণনা করাে।

প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি বর্ণনা করাে।

প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণিবিভাগ ব্যাখ্যা করাে।
অথবা, প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি বর্ণনা করাে।
অথবা, হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত পর্বতশ্রেণিগুলি সম্পর্কে আলােচনা করাে।    Class 10 | Geography | 5 Marks

উত্তর:-

প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ : 
পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয়ে প্রস্থ বরাবর উত্তর-দক্ষিণে চারটি সমান্তরাল পর্বতশ্রেণি রয়েছে। এগুলি হল— 1. টেথিস হিমালয় বা ট্রান্স হিমালয়, 2. হিমাদ্রি বা উচ্চ হিমালয়, 3. হিমাচল বা মধ্য হিমালয় বা অবহিমালয় এবং 4. শিবালিক বা বহিঃহিমালয়। 

1. টেথিস বা ট্রান্স হিমালয়: (i) হিমালয়ের সবচেয়ে উত্তরে অবস্থিত টেথিস হিমালয় পর্বতশ্রেণিটি ধীরে ধীরে তিব্বত মালভূমিতে গিয়ে মিশেছে। (ii) আজ থেকে প্রায় 7 কোটি বছর আগে প্রথম বারের প্রবল ভূ-আলােড়নের সময় টেথিস হিমালয়ের সৃষ্টি হয়। (iii) এই পর্বতশ্রেণিটির দৈর্ঘ্য প্রায় 1000 কিমি, প্রায় 40 কিমি চওড়া ও এর গড় উচ্চতা প্রায় 3000-4300 মিটার। (iv) জাস্কর-দেওসাই পর্বত এই হিমালয়ের প্রধান অংশ। জাস্কর-এর উচ্চতম শৃঙ্গ হল লিওপারগেল (7420 মি)। (v) ভারতীয় অংশে টেথিস হিমালয় প্রায় ক্ষয়ে গিয়ে বিশালাকৃতির একটি মালভূমিতে পরিণত হয়েছে। (vi) এই পর্বতশ্রেণির অধিকাংশই তিব্বতে অবস্থিত এবং ভারতে জম্মু ও কাশ্মীর প্রদেশের মধ্যেই সীমাবদ্ধ। 

2. হিমাদ্রি বা উচ্চ হিমালয়: (i) প্রায় 7 কোটি বছর আগে ‘টেথিস হিমালয়’ সৃষ্টির সময় হিমাদ্রি বা উচ্চ হিমালয়ের উত্থান ঘটেছিল। (ii)  হিমালয় পর্বতের এই অংশটি বছরের অধিকাংশ সময়ই বরফে ঢাকা থাকায় একে হিমাদ্রি বা হিমগিরি বলা হয়। (iii) টেথিস হিমালয়ের দক্ষিণে অবস্থিত এই পর্বতশ্রেণিটি গড়ে 6000 মিটার উঁচু ও প্রায় 50 কিমি প্রশস্ত । (iv) হিমালয়ের বিখ্যাত শৃঙ্গগুলি এখানেই অবস্থিত, যেমন—এভারেস্ট (পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, উচ্চতা—8848মি), কাঞ্চনজঙ্ঘা (8598 মি), ধবলগিরি (8172 মি), নাঙ্গা পর্বত (8126 মি), অন্নপূর্ণা (8078মি), নন্দাদেবী (7816 মি) প্রভৃতি। (v)এই পর্বতশ্রেণি অতি প্রাচীন রূপান্তরিত ও পাললিক শিলা দ্বারা গঠিত।

3. হিমাচল বা মধ্য হিমালয়: (i) প্রায় ২ কোটি বছর আগে পরবর্তী প্রবল ভূ-আলােড়নের সময় হিমাদ্রির দক্ষিণে হিমাচল পর্বতশ্রেণির সৃষ্টি হয়। (ii) দক্ষিণে শিবালিক পর্বতশ্রেণি ও উত্তরে হিমাদ্রি হিমালয়ের মধ্যে হিমাচল হিমালয় প্রসারিত হয়েছে। এই পর্বতশ্রেণি 1500-4500 মিটার উঁচু ও 60-80 কিমি প্রশস্ত। (iii) পিরপঞ্জাল, ধওলাধর, নাগটিব্বা প্রভৃতি পর্বতশ্রেণি এখানে দেখা যায়। (iv) এই অঞলের উল্লেখযােগ্য শৃঙ্গগুলি হল কেদারনাথ (7188 মি), চৌখাম্বা বদ্রীনাথ (7138 মি), ত্রিশূল (7120 মি) প্রভৃতি। (v) এই অংশে অনেক উপত্যকা দেখা যায়, যেমন — কুলু, কাংড়া প্রভৃতি। (vi) হিমাচলের নদী উপত্যকাগুলি খুব গভীর ও গিরিখাত বিশিষ্ট।

4. শিবালিক বা বহিঃহিমালয় : (i) প্রায় 30 লক্ষ বছর আগে হিমালয় পার্বত্য অঞ্চলের শেষ প্রবল ভূ-আলােড়নের সময় হিমালয়ের দক্ষিণতম পর্বতশ্রেণি শিবালিকের সৃষ্টি হয়। (ii) শিবালিক পর্বতশ্রেণি গড়ে 600-1500 মিটার উঁচু এবং 10-50 কিমি চওড়া। (iii) জম্মু, ডাফলা, মিরি, আবাের প্রভৃতি পাহাড় এখানে অবস্থিত। (iv) এই পর্বতশ্রেণি কোটা, পাটলি, কোঠরি, চুম্বি, কিয়ারদা, চৌখাম্বা, উধমপুর, কোটলি প্রভৃতি বিভিন্ন উপত্যকা (বা দুন) দ্বারা মধ্য হিমালয় থেকে বিচ্ছিন্ন।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি বর্ণনা করাে।”

Leave a Comment

error: Content is protected !!