Class 10 Class 10 Geography স্বচ্ছ ভারত অভিযান সম্পর্কে কী জান?

স্বচ্ছ ভারত অভিযান সম্পর্কে কী জান?

স্বচ্ছ ভারত অভিযান সম্পর্কে কী জান? Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks

উত্তর:-

স্বচ্ছ ভারত অভিযান: ‘স্বচ্ছ ভারত অভিযান’ বা ‘স্বচ্ছ ভারত মিশন’ হল ভারত সরকার প্রবর্তিত একটি জাতীয় উদ্যোগ যার অন্তর্ভুক্ত হয়েছে দেশের প্রায় 4041টি শহর। এই পরিকল্পনায় শহরের রাস্তাঘাট, কলকারখানা ইত্যাদি পরিষ্কার করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

সূচনা: 2 অক্টোবর, 2014 সালে সরকারিভাবে সর্বপ্রথম এই উদ্যোগ শুরু করেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মােদী। এটি ভারতের সর্ববৃহৎ স্বচ্ছ অভিযান প্রকল্প যাতে প্রায় 30 লক্ষ সরকারি কর্মচারী এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।

উদ্দেশ্য: 2 অক্টোবর, 2019 সালের মধ্যে অর্থাৎ গান্ধিজির 150তম জন্মদিনে সম্পূর্ণরূপে পরিষ্কার ভারতের রূপরেখা তৈরি করা এই অভিযানের প্রধান উদ্দেশ্য। এই অভিযানে গৃহীত পদক্ষেপগুলি হল— 1) উন্মুক্ত জায়গায় মলমূত্র ত্যাগ বর্জন করা। 2) অস্বাস্থ্যকর শৌচাগারকে স্বাস্থ্যকর শৌচাগারে রূপান্তরিত করা। 3) পুরসভার দ্বারা কঠিন বর্জ্য পদার্থের 100% সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং পুনর্ব্যবহারের ব্যবস্থা করা। 4) স্বাস্থ্যকর ও আবর্জনামুক্ত পরিবেশ তৈরি করতে জনসাধারণকে সচেতন করা এবং 5) পরিকল্পিতভাবে আবর্জনা নিষ্কাশন করতে শহরের স্থানীয় সংস্থাকে সাহায্য করা। 

ব্যয় বরাদ্দ: এই অভিযানটি সফল করার জন্য 2019 সালের অক্টোবর মাসের মধ্যে দেশের গ্রামীণ এলাকায় 12 কোটি শৌচাগার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং এই প্রকল্পকে বাস্তবায়নের জন্য 1.94 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment