দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography বায়ুচাপের ধারণা দাও। বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ বলতে কী বােঝ?

বায়ুচাপের ধারণা দাও। বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ বলতে কী বােঝ?

বায়ুচাপের ধারণা দাও। বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ বলতে কী বােঝ? Class 10 | Geography | 3 Marks

উত্তর: বায়ুচাপের ধারণা: পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি অন্যান্য পদার্থের মতাে বায়ুকেও নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে বলে অন্যান্য পদার্থের মতাে বায়ুরও ওজন আছে এবং তাই বায়ু চাপ দেয়। বায়ুর এই ওজনজনিত চাপকেই বলা হয় বায়ুমণ্ডলীয় চাপ বা বায়ুর চাপ। 

বৈশিষ্ট্য : বায়ুর চাপ বেশি হবে না কম হবে তা নির্ভর করে বায়ুতে কী পরিমাণ বায়ুকণা আছে তার ওপর। 

বায়ুচাপের মাপকাঠি: বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ সাধারণত ব্যারােমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। যদি ব্যারােমিটারে বায়ুচাপের মাত্রা 1013 মিলিবার বা তার বেশি হয়, তবে সেই অবস্থা। বায়র উচ্চচাপ এবং 986 মিলিবার বা তার কম হয় তাহলে সেই অবস্থা বায়ুর নিম্নচাপ বােঝায়। 

বায়ুর উচ্চচাপ: একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত ভর বেশি। হলে (বেশি সংখ্যক বায়ুকণা থাকলে) ওই বায়ুর ওজন ও চাপ বেশি। হবে, অর্থাৎ বায়ুর উচ্চচাপ হবে। ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুর চাপ খুব বেশি হয়। কারণ নীচের এই বায়ুস্তরের ওপর থাকে ওপরের বায়ুস্তরের চাপ।

বায়ুর নিম্নচাপ: নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত ভর কম হলে (কম সংখ্যক বায়ুকণা থাকলে) ওই বায়ুর ওজন ও চাপ কম হবে, অর্থাৎ বায়ুর নিম্নচাপ হবে। ভূপৃষ্ঠ থেকে ক্রমশ ওপরের দিকে বায়ুর চাপ কমে। জলের ব্যবহার কমাতে এবং জাহাজকে কিছুটা হালকা করার জন্য নাবিকেরা অনেক ঘােড়া বা অশ্বকে জলে ফেলে দিত। এজন্য 25° থেকে 35° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ অর্থাৎ উপক্ৰান্তীয় শান্তবলয়কে অশ্ব অক্ষাংশও বলা হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “বায়ুচাপের ধারণা দাও। বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ বলতে কী বােঝ?”

Leave a Comment