বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তনের কারণ কী?

বায়ুচাপ বলয় বলতে কী বােঝ? বায়ুমণ্ডলে কী কী বায়ুচাপ বলয় আছে? Class 10 | Geography | 3 Marks

উত্তর: বায়চাপ বলয়ের সীমা পরিবর্তনের কারণ : উভয় গােলার্ধের। ভুপৃষ্ঠসংলগ্ন বায়ুমণ্ডলে মােট 7 টি স্থায়ী বায়ুচাপ বলয় আছে। এগুলি স্থায়ী বায়ুচাপ বলয় হলেও বছরের বিভিন্ন সময়ে এদের সীমা কিছুটা উত্তরে বা দক্ষিণে সরে যায়। এর কারণ হিসেবে বলা যায়— 

১) সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ণ: পৃথিবীর পরিক্রমণ গতির জন্য আকাশে সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন ঘটে বলে সর্বোচ্চ উন্নতারেখা বা তাপ বিষুবরেখা (heat equator) বা তাপীয় বিষুবরেখা (thermal equator) কিছুটা উত্তরে ও দক্ষিণে সরে যায়। যেমন—উত্তরায়ণের সময় বা উত্তর গােলার্ধের গ্রীষ্মকালে, অর্থাৎ মে-জুলাই মাসে এই রেখাটি নিরক্ষরেখার কিছুটা উত্তরে সরে আসে এবং দক্ষিণায়নের সময় বা দক্ষিণ গােলার্ধের গ্রীষ্মকালে, অর্থাৎ নভেম্বর-জানুয়ারি মাসে রেখাটি নিরক্ষরেখার কিছুটা দক্ষিণেসরে যায়। 

২) স্থান পরিবর্তনের সীমা: সাধারণত 12° উত্তর অক্ষাংশ থেকে 6° দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত তাপ বিষুবরেখাটির স্থান পরিবর্তন হয়। এর ফলে স্থায়ী বায়ুচাপ বলয়গুলিও সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে 5° থেকে 10° উত্তরে বা দক্ষিণে সরে যায়। তবে, সাধারণত উচ্চ অক্ষাংশের তুলনায় নিম্ন অক্ষাংশে বায়ুচাপ বলয়গুলির সীমা পরিবর্তন বেশি ঘটে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment