বায়ুপ্রবাহের সাথে বায়ুচাপের সম্পর্ক কী?

বায়ুপ্রবাহের সাথে বায়ুচাপের সম্পর্ক কী? Class 10 | Geography | 3 Marks

উত্তর: বায়ুপ্রবাহ ও বায়ুচাপের সম্পর্ক : বায়ুপ্রবাহের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক অত্যন্ত নিবিড়–

১) বায়ুচাপের পার্থক্য: ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে প্রধানত বায়ুচাপের পার্থক্যের জন্য বায়ুপ্রবাহ সৃষ্টি হয়। কারণ বায়ু সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞলের দিকে ছুটে যায়। যেমন কোনাে স্থানে নিম্নচাপ সৃষ্টি হলে বায়ু প্রসারিত ও হালকা হয়ে ওপরে উঠে যায়। ভূপৃষ্ঠে বায়ুচাপের সমতা আনার জন্য তখন চারিদিকের উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু ওই নিম্নচাপ অঞলের দিকে ছুটে যায় অর্থাৎ বায়ুপ্রবাহ সৃষ্টি হয়।

২) বায়ুপ্রবাহের তীব্রতা : বায়ুপ্রবাহের তীব্রতা নির্ভর করে দুটি স্থানের বায়ুচাপের পার্থক্যের মাত্রার ওপর। বায়ুচাপের পার্থক্য বেশি হলে বায়ুপ্রবাহের গতিবেগ বেড়ে যায় এবং পার্থক্য কমে গেলে বায়ু ধীর গতিতে প্রবাহিত হয়। এ ছাড়া, 

৩) বায়ুপ্রবাহের দিক: বায়ুপ্রবাহের দিকও নির্ভর করে বায়ুচাপের ওপর। যেদিকে নিম্নচাপ সৃষ্টি হয়, চারপাশের উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু সেইদিকে প্রবাহিত হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment